আধার কার্ড নিয়ে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

0
1280

ডেটলাইন নিউজ ডেস্কঃ আধার আইন সাংবিধানিক ভাবে বৈধ ঘোষণা করল সুপ্রিম কোর্টের তিন সদস্যের ডিভিশন বেঞ্চ। কিন্তু নাগরিকের ব্যক্তিগত তথ্য সংরক্ষণের ক্ষেত্রে অতিমাত্রায় সতর্ক থাকতে হবে আধার কর্তৃপক্ষকে। কোনও বেসরকারি প্রতিষ্ঠান নাগরিকের থেকে আধার তথ্য চাইতে পারবে না। এমনই রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। একইসঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা বা মোবাইলের সিম নেওয়ার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয়। আধারের তথ্যকে সুরক্ষিত করতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। সমাজের প্রান্তিক মানুষকে শক্তিশালী করে আধার এই কথাও জানায় সুপ্রিম কোর্ট। আধার কার্ডের থাকা তথ্য ব্যক্তির গোপনীয়তার অধিকারকে লঙ্ঘন করছে বলে আদালতে হলফনামা জমা পড়েছিল। সেই প্রেক্ষিতেই আদালত স্পষ্ট জানিয়েছে, আধার সাংবিধানিকভাবে বৈধ। এদিন বিচারপতি একে সিক্রি রায় শোনাতে গিয়ে বলেন, আধার অন্য পরিচয়পত্রের চেয়ে আলাদা। কারণ এটিকে নকল করা যাবে না। ফলে আধার কার্ড এবং অন্য পরিচয়পত্রের মধ্যে মৌলিক বিভিন্নতা রয়েছে। খুব নামমাত্র অবস্থান, পরিচয় ও বায়োমেট্রিক ডেটা নাগরিকদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। আধার নম্বর একটি ইউনিক নম্বর এবং তা কারও সঙ্গে মেলানো যাবে না। তবে বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করার পক্ষে সায় দেয়নি সর্বোচ্চ আদালত। মোবাইলের সিম নেওয়া বা ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলার মতো ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করার কথা জানিয়েছিল কেন্দ্র। এছাড়া ইউজিসি’‌র পরীক্ষার ক্ষেত্রেও আধার বাধ্যতামূলক নয়। এই ক্ষেত্রেও আরও কঠোর সুরক্ষার কথাই বলা হয়েছে। কি কি বিষয়ে আধার বাধ্যতামূলক?‌ কি কি বিষয়ে বাধ্যতামূলক নয়?‌ সুপ্রিম কোর্ট জানিয়েছে প্যান সংযুক্তিকরণে আধার বাধ্যতামূলক, ইউজিসি, নিট এবং সিবিএসই পরীক্ষার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক। তবে কোনও সংস্থাকে আদালতের অনুমতি ছাড়া বায়োমেট্রিক তথ্য আদানপ্রদান করা যাবে না, কোনও টেলকম সংস্থা সংযুক্তিকরণের জন্য আধার তথ্য চাইতে পারবে না, স্কুলের ভর্তির ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয়, আয়কর প্রদানে আধার বাধ্যতামূলক, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে আধার তথ্য লাগবে না এবং বেসরকারি প্রতিষ্ঠানকে তথ্য দেওয়াটা বাধ্যতামূলক নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here