মহিলাদের বিশ্ব বক্সিং প্রতিযোগিতা ভারতে

0
1023

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ ১২ বছর পর ফের ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ। উল্লেখ্য,শেষবার ২০০৬ সালে এই প্রতিযোগিতা হয়েছিল দিল্লিতে। সেই দিল্লিতেই ১৫ নভেম্বর থেকে শুরু হবে এই বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ। ১৩ নভেম্বর থেকে নয়াদিল্লিতে আসতে শুরু করবেন বিশ্বের বিভিন্ন দেশের মহিলা বক্সাররা। মোট ৫ বারের বিশ্ব সেরা মেরি কম এবারও অংশ নেবেন। এর আগে তিনি পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন। ২০০২, ২০০৫, ২০০৬, ২০০৮ এবং ২০১০ সালে মেরি জিতেছিলেন বিশ্ব খেতাব। এছাড়াও ভারতের সোনিয়া লাথের ৫৭ কেজি বিভাগে একটি রুপো জিতেছিলেন। আগামী ২৪ নভেম্বর হবে এই প্রতিযোগিতার ফাইনাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here