ডেটলাইন দুর্গাপুরঃ গণেশ পুজো উপলক্ষ্যে দুর্গাপুর স্টেশন বাজারের আলাপ ক্লাবের সাংস্কৃতিক উৎসব এদিন অষ্টম দিনে পড়ল। এতোদিন ধরে নাচ-গান এবং নাটকের অনুষ্ঠান দর্শকদের আনন্দ দিয়েছে। সেই আনন্দের মাত্রা অনেকটাই বেড়ে গেল এদিনের জাদু খেলার অনুষ্ঠান দেখে। জাদু এমন এক খেলা যা, ৮ থেকে ৮০ সকল বয়সের মানুষকেই অপরিসীম আনন্দ দেয়। আলাপ ক্লাবের সৌজন্যে সেই জাদু খেলা দেখালেন জাদুকর বি.সি.কর্মকার এবং তার সম্প্রদায়। এদিন তাঁর ইন্দ্রজাল প্রদর্শনী দেখতে আলাপের গণপতি উৎসব প্রাঙ্গনে প্রচুর দর্শকের সমাগম হয়। জাদুকর বি.সি.কর্মকারের বেশ কিছু খেলা মুগ্ধ করে দর্শকদের।
Latest article
দুর্গাপুর পুরসভার প্রশাসনিক বোর্ডে পরিবর্তন
ডেটলাইন দুর্গাপুর,১ নভেম্বরঃ দুর্গাপুর পুরসভায় শেষবার নির্বাচন হয় ২০১৭ সালে। সেই নির্বাচনে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছিল। তবে শেষ পর্যন্ত...
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...














