ডেটলাইন বর্ধমানঃ বুদবুদ থানাকে পূর্ব বর্ধমান আদালতের আওতায় আনার দাবীতে আজ থেকে ৭ দিনের কর্মবিরতির ডাক দিল বর্ধমান বার এ্যাসোশিয়েশন। গত মঙ্গলবার বর্ধমান বার এ্যাসোসিয়েশনের সভায় এই কর্মবিরতির সিদ্ধান্ত গ্রহন হয়। কর্মবিরতির সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট সহ জেলা জজের কাছেও পাঠিয়ে দেওয়া হয়েছে।বর্ধমান বার এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পরিস্কার জানান হয়েছে আগামী বুধবারের মধ্যে তাঁদের দাবী না মিটলে পরবর্তী আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হবে।