পুজোর ঢাকে কাঠি,শুরু হচ্ছে আলাপের গণপতি উৎসব

0
1042

ডেটলাইন দুর্গাপুরঃ এসেছে শরৎ,হিমের পরশ….। হিমের পরশ এখনও তেমন না লাগলেও শরৎ কিন্তু চলে এসেছে। মাঠ ঘাট রাস্তার ধারে দোল খাচ্ছে কাশ ফুলের সারি। তারা জানান দিচ্ছে বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। আর সেই উৎসবকে আরও কাছে নিয়ে আসতে এবার শুরু হচ্ছে গণেশ তথা গণপতি উৎসব। দুর্গাপুর স্টেশন বাজার এলাকায় ইতিমধ্যেই উৎসবের বাতাবরন তৈরী হয়েছে। সৌজন্য এখানকার ‘আলাপ’ ক্লাব। এবার তাদের এই গণপতি উৎসব ১৮ বছরে পদার্পণ করছে। গত ৫ আগস্ট এই উৎসবের শুভ সূচনা হয়েছে খুঁটি পুজোর মাধ্যমে। তারপর থেকেই শুরু হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। বুধবার গণপতি উৎসবের সূচনা হতে চলেছে ধূমধাম করেই। উদ্যোক্তা আলাপ ক্লাবের সদস্য নকুল দাস জানান,উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বেশ কয়েকজন ভিআইপি। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তি,বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল,মেয়র পারিষদ রুমা পাড়িয়াল,৪ নং বরো কমিটির চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী,কোকওভেন থানার অফিসার ইনচার্জসহ বিশিষ্ট ব্যক্তিরা। তিনি আরও জানান,প্রতি বছরের মতো এবছরও গণেশ পুজো উপলক্ষ্যে ১০ দিনের মেলা বসছে। প্রতিদিনই থাকছে আকর্ষনীয় সাংস্কৃতিক অনুষ্ঠানও।  থাকবে বাউল,কবিগান থেকে আধুনিক গানের আসর। ক্লাবের পক্ষ থেকে সমস্ত শ্রেণীর মানুষকে এই গণপতি উৎসবে সাদর আমন্ত্রন জানান তিনি। প্রসঙ্গত,বিগত বেশ কিছু বছর ধরেই দুর্গাপুরেও গণেশ পুজোর আয়োজন হয়ে আসছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল দুর্গাপুর স্টেশন এলাকার ‘আলাপ’ ক্লাবের আকর্ষণীয় গণপতি উংসব যা আগামীকালই উদ্বোধন হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here