সেতু বিপর্যয়ে ফেসবুকেও ফিরল ‘মার্ক সেফ’

0
844

ডেটলাইন কলকাতাঃ বছর দুয়েক আগে পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার ঘটনার সময়ে জনপ্রিয় সোস্যাল মিডিয়া ফেসবুক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। কারন পোস্তা সেতু ভেঙে পড়ার ঘটনায় অনেক মানুষ মারা গিয়েছিল। অনেকেই নিখোঁজ হয়েছিলেন। ফলে কান্নার রোল পড়েছিল শহরের বহু পরিবারে৷ শহরের বাইরে থেকেও বহু মানুষ কাজের তাগিদে এবং অন্যান্য প্রয়োজনে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে আসেন। তাই পোস্তা সেতু ভেঙে পড়তেই আতঙ্ক ও উদ্বেগের সঞ্চার হয়েছিল শহর কলকাতা ছাড়াও বাংলার অন্যান্য জেলার মানুষদের মধ্যে। ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারিয়েছিলেন বহু মানুষ। প্রায় সারাক্ষন ফোনে আত্মীয় পরিজনদের খোঁজ নেওয়া চলছিল। অনেকেই বুঝতে পারছিল না যে তার বাড়ির লোক বা পরিচিত কেউ সেই বিপদের শিকার হয়েছেন কিনা। সেই সময় ফেসবুক চালু করেছিল ‘মার্ক সেফ’ নামে বিশেষ এক অপশন। সেবারের মতো এবারের দুর্ঘটনা ততটা মারাত্মক না হলেও গতকাল মাঝেরহাট সেতু বিপর্যয়ের কয়েক ঘন্টার পরেই ঠিক গতবারের মতো এবারও ‘মার্ক সেফ’ অপশনটি ফিরে এসেছে ফেসবুকে। এই অপশনের মাধ্যমেই ফেসবুক ব্যবহারকারীরা নিজেদের নিরাপদ বলে জানাতে পারছেন অনায়াসে৷ স্বস্তি ফিরছে পরিবার ও নিকট বন্ধু বান্ধবদের মধ্যেও। এমনকি মাঝেরহাট সেতু বিপর্যয়ে গুরুত্বপূর্ণ অনেক রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই বিকল্প রাস্তার সন্ধান করতে দিশাহারা হয়ে পড়েছেন। সেক্ষেত্রেও ফেসবুকের এই বিশেষ অপশনে বাড়ি ফেরার বিকল্প পথের দিশা দিতে পেরেছেন নেটিজেনরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here