১০০ দিনের কাজে ফের সেরা বাংলা

0
986

ডেটলাইন কলকাতাঃ এবার নিয়ে পর পর তিনবার ১০০ দিনের কাজে দেশের সেরার সম্মান পেল বাংলা। এবার যুগ্মভাবে পশ্চিমবঙ্গের দু’টি জেলা পূর্ব বর্ধমান ও কোচবিহার জেলা পর্যায়ে জাতীয় পুরস্কার পাচ্ছে। এছাড়াও একাধিক বিভাগেই পুরস্কার পাচ্ছে বাংলা। সবমিলিয়ে ৭টি পুরস্কার পাচ্ছে রাজ্য। ১০০ দিনের কাজের জন্য রাজ্যকে এইসব পুরস্কার দেওয়া হবে আগামী ১১ সেপ্টেম্বর দিল্লির বিজ্ঞান ভবনে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক এই পুরস্কার দিয়ে থাকে। এবারই প্রথম জল সংরক্ষনের ক্ষেত্রেও পুরস্কার দেওয়া হচ্ছে। প্রথম বছরই বাংলা এই বিভাবে দ্বিতীয় স্থান পেয়েছে। গত আর্থিক বছরে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক রাজ্য পঞ্চায়েত দপ্তরকে ২৩ কোটি শ্রমদিবস তৈরির লক্ষ্যমাত্রা ধার্য করেছিল। ডিসেম্বর মাস যেতেই সেই লক্ষমাত্রা ছাপিয়ে যায়। গত বছর জানুয়ারি মাসে কেন্দ্রীয় প্রতিনিধিদল বিভিন্ন জেলায় ঘুরে ১০০ দিনের কাজ খতিয়ে দেখে। এই প্রকল্পের মাধ্যমে নানা ধরনের চাষ হওয়ায় খুবই সন্তোষ প্রকাশ করেছিলেন প্রতিনিধিদলের সদস্যরা। প্রশাসন সূত্রে জানা যায়,চলতি আর্থিক বর্ষে ১০০ দিনের কাজে সেরার শিরোপা পেয়েছে পূর্ব বর্ধমান। রাজ্য ও কেন্দ্র একসঙ্গে মোট ৬টি জেলাকে বেছে নিয়েছিল। যার মধ্যে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম,কোচবিহার ও জলপাইগুড়ি। পরে বেছে নেওয়া হয় পূর্ব বর্ধমান ও কোচবিহারকে। কেন্দ্রীয় একটি টিম এখানে পরিদর্শনে এসেছিল। দুটো জেলাই সাফল্য পেয়েছে। ২০১৭-১৮ আর্থিক বর্ষে পূর্ব বর্ধমান ২ কোটি ৯৩ লাখ কর্মদিবস তৈরি করেছে যা দেশের মধ্যে সর্বোচ্চ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সাফল্যে রাজ্যবাসী ও এই কাজের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেছেন,কেন্দ্রীয় সরকারের এই পুরস্কারেই প্রমানিত হয় যে এরাজ্যে উন্নয়নের কাজ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here