স্থানীয় বেকারদের চাকরীর সুযোগে জোর বিশ্বনাথের

0
1267

ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুরের সর্ব বৃহৎ রাষ্ট্রায়ত্ব শিল্প সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানা। বিগত সময়ে এই কারখানায় ঠিকাকর্মী নিয়োগ ঘিরে অনেক দুর্নীতির অভিযোগ উঠেছে। কিন্তু এবার থেকে এখানে কোন রকম দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। জেলা আইএনটিটিইউসির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর আজই প্রথম দুর্গাপুর ইস্পাত কারখানার গেটে শ্রমিক সমাবেশ করলেন বিশ্বনাথ পাড়িয়াল। সেখানেই তিনি একথা বলে জানান,বিভিন্ন কলকারখানায় যাতে স্থানীয় বেকাররা কাজের সুযোগ পান সেটা দেখতে হবে। এই সমাবেশের মূল উদ্দেশ্য ছিল দুর্গাপুরের কেন্দ্রীয় সরকারের কলকারখানাগুলি একের পর এক বন্ধ করার চক্রান্ত ও বেসরকারীকরনের বিরুদ্ধে প্রতিবাদ, শ্রমিকদের ন্যায্য অধিকারগুলির সুরক্ষা ও স্থানীয় বেকারদের চাকরীর দাবি। জেলা আইএনটিটিইউসি সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল তার ভাষনে পরিস্কার ভাষায় জানিয়ে দেন কলকারখানাগুলিতে নিয়োগ ঘিরে কোন রকম দুর্নীতি মেনে নেওয়া হবে না। শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা চলবে না। স্থানীয় বেকারদের চাকরীর ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। তিনি বিজেপি সরকারের শ্রমিক স্বার্থবিরোধী নীতিগুলির সমালোচনা করে বলেন,এএসপিসহ অন্যান্য রাষ্ট্রায়ত্ব কারখানা বন্ধের এবং বেসরকারীকরনের কেন্দ্রীয় সরকারের যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে আইএনটিটিইউসির প্রতিবাদ আন্দোলন চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here