বোর্ড সভাপতি হতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়

0
937

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ পরিস্থিতির কারনেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক করা হয়েছিল তাকে। অধিনায়ক হয়ে তিনি তার আগ্রাসি ও কৌশলী ক্রিকেট বুদ্ধির পরিচয়ও দিয়েছিলেন। সেই তিনিই অর্থাৎ বাংলার সৌরভ গঙ্গোপাধ্যায় এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে পারেন এমনটাই শোনা যাচ্ছে ক্রিকেটমহলে। বিশেষ করে লোধা কমিটির রায় বের হওয়ার পরে এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছে। লোধা কমিটির সংস্কারে কিছু ক্ষেত্রে সিলমোহর দিলেও ‘কুলিং অফ পিরিয়ড’ এবং ‘ওয়ান স্টেট ওয়ান ভোট’ নিয়ে সুপ্রিমকোর্ট লোধা কমিটির সুপারিশে ছাড়পত্র দেয়নি। শীর্ষ আদালতের পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, ৩ বছর নয়, বোর্ডের কোনও পদাধিকারী ব্যক্তিকে ৬ বছর থাকার পরে কুলিং অফ পিরিয়ডে যেতে হবে। বর্তমানে সিএবি-র সভাপতি হিসেবে ৩ বছর মেয়াদ পূর্ণ করেছেন সৌরভ। তিনি প্রশাসনে রয়েছেন মোট চার বছর। এমন পরিস্থিতিতে সৌরভই বিসিসিআইয়ের শীর্ষ পদে বসার অন্যতম যোগ্য ব্যক্তি বলে সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন। প্রসঙ্গত,সিএবি-তে থাকাকালীনই বোর্ডের বিভিন্ন পদে তিনি কাজ করেছেন। বিসিসিআইয়ের টেকনিক্যাল কমিটি, আইপিএল-এর গর্ভনিং কাউন্সিল, লোধা কমিশন এবং ক্রিকেট পরামর্শ কমিটির সঙ্গে যুক্ত থেকেছেন সৌরভ। অর্থাৎ তার অভিঙ্গতার ঝুলি বেশ পুষ্ট। এখন দেখার জগমোহন ডালমিয়ার খুবই স্নেহের পাত্র সৌরভ এবার তাঁর গুরুর পদ অলঙ্কৃত করতে পারেন কি না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here