ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ পরিস্থিতির কারনেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক করা হয়েছিল তাকে। অধিনায়ক হয়ে তিনি তার আগ্রাসি ও কৌশলী ক্রিকেট বুদ্ধির পরিচয়ও দিয়েছিলেন। সেই তিনিই অর্থাৎ বাংলার সৌরভ গঙ্গোপাধ্যায় এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে পারেন এমনটাই শোনা যাচ্ছে ক্রিকেটমহলে। বিশেষ করে লোধা কমিটির রায় বের হওয়ার পরে এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছে। লোধা কমিটির সংস্কারে কিছু ক্ষেত্রে সিলমোহর দিলেও ‘কুলিং অফ পিরিয়ড’ এবং ‘ওয়ান স্টেট ওয়ান ভোট’ নিয়ে সুপ্রিমকোর্ট লোধা কমিটির সুপারিশে ছাড়পত্র দেয়নি। শীর্ষ আদালতের পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, ৩ বছর নয়, বোর্ডের কোনও পদাধিকারী ব্যক্তিকে ৬ বছর থাকার পরে কুলিং অফ পিরিয়ডে যেতে হবে। বর্তমানে সিএবি-র সভাপতি হিসেবে ৩ বছর মেয়াদ পূর্ণ করেছেন সৌরভ। তিনি প্রশাসনে রয়েছেন মোট চার বছর। এমন পরিস্থিতিতে সৌরভই বিসিসিআইয়ের শীর্ষ পদে বসার অন্যতম যোগ্য ব্যক্তি বলে সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন। প্রসঙ্গত,সিএবি-তে থাকাকালীনই বোর্ডের বিভিন্ন পদে তিনি কাজ করেছেন। বিসিসিআইয়ের টেকনিক্যাল কমিটি, আইপিএল-এর গর্ভনিং কাউন্সিল, লোধা কমিশন এবং ক্রিকেট পরামর্শ কমিটির সঙ্গে যুক্ত থেকেছেন সৌরভ। অর্থাৎ তার অভিঙ্গতার ঝুলি বেশ পুষ্ট। এখন দেখার জগমোহন ডালমিয়ার খুবই স্নেহের পাত্র সৌরভ এবার তাঁর গুরুর পদ অলঙ্কৃত করতে পারেন কি না।
Latest article
কোক ওভেন থানায় সাড়ম্বরে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস
ডেটলাইন দুর্গাপুর,১৫ আগষ্ট: দেশ জুড়ে শুক্রবার নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস। পশ্চিমবঙ্গের সব জেলার সঙ্গে গোটা পশ্চিম বর্ধমান...
রাখী পরিয়ে পথ চলতি মানুষদের সম্প্রীতির বার্তা দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ প্রতি বছর বাংলা শ্রাবণ মাস মানেই একদিকে কবিগুরুর ২২ শ্রাবণ প্রয়াণ দিবস। আর সেই সঙ্গেই শ্রাবণ পূর্ণিমা মাসের পূর্ণিমায়...
দুর্গাপুরের রাস্তায় চলবে সরকারী এসি বাস
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ পুজোর আগেই দুর্গাপুরের জন্য খুশির খবর। এদিনই সিটি সেন্টারের এডিডিএ ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে দুর্গাপুর টাউন সার্ভিসের...