ডেটলাইন দুর্গাপুরঃ ধর্মতলা চলো। প্রতি বছর ২১ জুলাই শহীদ দিবসকে সামনে রেখে তৃণমূল কর্মীরা এই ডাক দেয় রাজ্য জুড়ে। ধর্মতলার সেই সভার জন্য এক মাস আগে থেকেই জেলা জেলায় শুরু হয় প্রস্তুতি। এবারও সেই উদ্যোগ চলছে তৃণমূলে। সারা রাজ্য জুড়েই সেই সভা সফল করে তোলার লক্ষ্যে তৃণমূলের নেতারা প্রস্তুতি সভা করে চলেছেন। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের পক্ষ থেকেও ২১ শে জুলাইয়ের সভার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেই উপলক্ষ্যে শুক্রবার সিটি সেন্টারের সৃজনীতে এক সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন শহরের মেয়র দিলীপ অগস্তি,জেলা তৃণমূলের সভাপতি ভি শিবদাসন,কার্যকরী সভাপতি উত্তম মুখার্জী, প্রাক্তন মেয়র ও বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায়,আইএনটিটিইউসির জেলা সভাপতি তথা বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল,তৃণমূলের বিভিন্ন ব্লকের সভাপতি ও কাউন্সিলাররা। এই সভায় তৃণমূলের শীর্ষ নেতারা জানান,২১ জুলাই শহীদ দিবসকে সফল করার লক্ষ্যে আগামী ১৮ জুলাই ভিড়িঙ্গি থেকে প্রান্তিকা পর্যন্ত এক মহামিছিল বের করা হবে। সেখানে জেলার দলীয় পর্যবেক্ষক তথা রাজ্যের মন্ত্রী অরুপ বিশ্বাসও উপস্থিত থাকবেন। জেলা তৃণমূলের সভাপতি ভি শিবদাসন জানান,সৃজনীর সভায় বিজেপি থেকে কয়েকজন তাদের দলে যোগ দিয়েছেন। এছাড়াও বিজেপির অনেক কর্মী তৃণমূলে আসার জন্য তাদের কাছে আবেদন করেছেন।
Latest article
দুর্গাপুর পুরসভার প্রশাসনিক বোর্ডে পরিবর্তন
ডেটলাইন দুর্গাপুর,১ নভেম্বরঃ দুর্গাপুর পুরসভায় শেষবার নির্বাচন হয় ২০১৭ সালে। সেই নির্বাচনে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছিল। তবে শেষ পর্যন্ত...
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...














