ডেটলাইন কলকাতাঃ কালীপুজো-দেওয়ালীর আনন্দ উৎসবের মধ্যেই বাংলা সাংস্কৃতিক জগতে ঘটে গেল ইন্দ্র পতন। একটানা ৪০ দিন ধরে যমে মানুষে টানাটানির অবসান ঘটিয়ে রবিবার ১২টা ১৫ মিনিটে চলে গেলেন কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বয়স হয়েছিল ৮৫ বছর। করোনায় আক্রান্ত হয়ে ৬ অক্টোবর থেকে বেলভিউ হাসপাতালে ভর্তি ছিলেন। পরে করোনা মুক্ত হলেও কো-মর্বিডিটির জন্য হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। কিন্তু বিগত সময় ধরে সৌমিত্র চট্টোপাধ্যায়ের একের পর এক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হতে শুরু করেছিল বলে ওই বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে। বাংলা অভিনয় জগতের শেষ নক্ষত্র সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণের সঙ্গেই বাংলা চলচ্চিত্রের একটা যুগ শেষ হয়ে গেল। গভীর শোকের ছায়া নেমে এসেছে টলিউডে এবং বাঙালি সিনেমাপ্রেমীদের মধ্যে। তিনি রেখে গেলেন স্ত্রী দীপা চট্টোপাধ্যায় ও দুই পুত্র কন্যা সৌগত এবং পৌলমীকে। সত্যজিৎ রায়ের ‘ সংসার’ দিয়ে তাঁর অভিনয় জীবন শুরুর পর সাত দশক ধরে তিনি একের পর এক কালজয়ী ছবিতে অভিনয় করে দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছেন। ফেলুদা চরিত্র মানেই যেন সৌমিত্র চট্টোপাধ্যায়। একই সঙ্গে নাট্যশিল্পী ও আবৃত্তিকার হিসেবেও স্বনামধন্য ছিলেন। তবে বাঙালির অন্যতম প্রিয় নায়ক হিসেবেই তিনি বাঙালি হৃদয়ে আছেন,থাকবেনও। ডেটলাইন বাংলার পক্ষ থেকে তাঁর প্রতি রইল আমাদের হার্দিক শ্রদ্ধা।