সিরিজের প্রথম টেস্টেই ইংরেজদের কাছে আত্মসমর্পণ ভারতের

0
1723

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ভাঙা দল নিয়ে রাহানের ভারত যা পেরেছিল নিজেদের মাটিতে ফুল টিম নিয়েও সেটা করতে পারল না কোহলির ভারত। চেন্নাইতে প্রথম টেস্টেই ১৯২ রানে অলআউট হয়ে ২২৭ রানে হেরে গেল ভারত। দলের হয়ে উল্লেখযোগ্য রান করেছেন বিরাট কোহলি(৭২) আর শুভমান গিল(৫০)। প্রসঙ্গত,১৯৯৯ সালের পর থেকে চিপকে টানা আটটি টেস্টে ভারতের অপরাজিত থাকার রেকর্ডও এদিন ভেঙে দিল ইংল্যান্ড৷ অন্যদিকে এই জয়ের ফলে বিদেশের মাটিতে টানা ছ’টি টেস্ট জিতল ইংল্যান্ড। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৫৭৮ রান তাড়া করতে নেমে ৩৩৭ রানে গুটিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলাররা ইংরেজদের ১৭৮ রানে বেঁধে রাখে৷ কিন্তু প্রথম ইনিংসে ২৪১ রানে এগিয়ে থাকায় বিরাটদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪২০ রান৷ আগের দিন রোহিত শর্মার উইকেট হারিয়ে ৩৯ রান তুলেছিল ভারত৷ এদিন ম্যাচের শেষ দিন ড্র করার সুযোগ ছিল কোহলিদের সামনে৷ অনেকেই ভেবেছিলেন, চিপকেও ব্রিসবেনের মতো অঘটন কিছু ঘটবে৷ অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিংয়ের বিরুদ্ধে ব্যাটিং করে ম্যাচ ড্র করেছিল ভারত৷ কিন্তু শেষ পর্যন্ত এতটা সহজে আত্মসমর্পণ করবে ভারত তা ভাবা যায়নি। চা-বিরতির আধ ঘণ্টা আগেই শেষ হয়ে গেল খেলা। প্রথম ইনিংসে ২০৯ রানের ইনিংস খেলা ইংল্যান্ড অধিনায়ক জো রুট ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। এই টেস্ট ম্যাচ হারের জন্য ‘খলনায়ক’ বানানো হচ্ছে কোহলিকে। সোশ্যাল মিডিয়ায় প্রবল দাবি উঠেছে, টেস্ট ফর্ম্যাটে কোহলিকে সরিয়ে অজিঙ্ক রাহানেকে অধিনায়ক করা হোক।

খেলার ফল এক নজরেঃ

ইংল্যান্ডঃ ৫৭৮(জো রুট-২১৮,বেন স্টোকস-৮২)ও ১৭৮(রুট-৪০)

ভারতঃ ৩৩৭(ঋষভ পন্থ-৯১,ওয়াসিংটন সুন্দর-৮২) ও ১৯২(গিল-৫০,কোহলি-৭২) ইংল্যান্ড ২২৭ রানে জয়ী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here