বিশ্ব বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ায় গ্রেনেড ছোঁড়া প্রতিযোগিতা

0
2361

ডেটলাইন নিউজ ডেস্কঃ বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন একটি খেলা, যার নাম গ্রেনেড ছোঁড়া  প্রতিযোগিতা। শুনলে অবাক লাগলেও এমনই কান্ড করেছে চীনের একটি বিশ্ব বিদ্যালয়। সংবাদসূত্রে জানা গেছে চীনের  উত্তরাঞ্চলীয় একটি প্রদেশের নর্থ ইউনিভার্সিটি অফ চায়না এ উদ্যোগ নিয়েছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়  ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে নতুন এ খেলাটি রাখা হয়েছে যাতে ৫০০ গ্রাম ওজনের গ্রেনেড ছুঁড়ে মারবেন প্রতিযোগীরা। লি জিয়ান শি নামে ওই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক জানান তারা লক্ষ্য করেছেন এক সময়ের জনপ্রিয় গোলক নিক্ষেপ প্রতিযোগিতার দিকে শিক্ষার্থীদের তেমন কোন আগ্রহ আর নেই। এখন গ্রেনেড ছোঁড়া প্রতিযোগিতা ঘোষণা করার পর অনেকই আগ্রহী হয়েছে।  চীনা একটি পত্রিকায় বলা হয়েছে, উ জিয়াংহ্যাং নামের একজন ছাত্রের কাছ থেকেই শুরুতে আইডিয়াটি এসেছিলো। সে নিজেই চিঠি লিখে এ ধরনের নতুন কার্যক্রমের প্রস্তাব দেয়। সাংবাদিকদের সে বলেছে সে বিভিন্ন জিনিস ছুঁড়ে মারতে পছন্দ করে। কিন্তু গত বছর প্রতিযোগিতায় নাম লিখিয়ে সে বুঝতে পারে যে গোলক নিক্ষেপণ খেলাটির সঙ্গে সে একদমই মানাতে পারছেনা। তবে প্রতিযোগিতায় তারা যে গ্রেনেডটি ছুঁড়েছেন সেটি আসলে একটি রেপ্লিকা এবং এটি কাঠের একটি দণ্ডের সাথে সংযুক্ত থাকবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানরা এভাবে গ্রেনেড ছুঁড়ে মারতো এবং পরে সেটি চীনা সামরিক বাহিনীও চর্চা করেছে। বিশ্ববিদ্যালয় বলছে এটি শুধু দেখানোর জন্য নয়, এর মাধ্যমে ইতিহাসকে জানারও একটি সুযোগ ঘটবে শিক্ষার্থীদের জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here