ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ গতবছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ৮ম আসর বসেছিল ইংল্যান্ড ও ওয়েলসে। ২০১৭ তে সেই টুর্নামেন্টে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছিলো পাকিস্তান। চার বছর পর ২০২১ সালে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। কিন্তু ওই বছর চ্যাম্পিয়ন্স ট্রফির বদলে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। সম্প্রতি কলকাতায় আইসিসির বোর্ড মিটিংয়ে এমনই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফলে বন্ধ হয়ে গেলো চ্যাম্পিয়ান্স ট্রফি। তার বদলে হবে টি-২০ বিশ্বকাপ। সমগ্র বিশ্বে টি-২০ র মাধ্যমে ক্রিকেটকে প্রসার করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত।
এদিকে, আগে থেকেই নির্ধারণ করা আছে যে ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। সুতরাং, পরপর দুই বছর দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে চলেছে ক্রিকেট বিশ্ব। উল্লেখ্য,এখনো পর্যন্ত চ্যাম্পিয়ান্স ট্রফি মোট ৮বার হয়েছে। দক্ষিণ আফ্রিকা একবার, নিউজিল্যান্ড একবার, শ্রীলঙ্কা একবার, ভারত দুবার, ওয়েস্ট ইন্ডিজ একবার, অস্ট্রেলিয়া দুবার ও পাকিস্তান একবার চ্যাম্পিয়ন হয়েছে।