জেলা পঞ্চায়েত ভোট ১৪ মে, গণনা ১৭-তে By datelinebangla - May 11, 2018 0 2371 Facebook Twitter Pinterest WhatsApp নিজস্ব প্রতিবেদন: ১৪ মে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ভোট গণনা হবে ১৭ মে। হাইকোর্টের রায়ের পর ফের জানাল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, ১৪ মে, আগামী সোমবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হবে। ভোটগ্রহণ চলবে বিকাল ৫ টা পর্যন্ত।