ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ কলকাতায় অনুষ্ঠিত আইসিসির চারদিনের সভা শেষে সাংবাদিক সম্মেলনে আইসিসির চিফ এক্সিকিউটিভ অফিসার ডেভিড রিচার্ডসন জানিয়েছেন, ক্রিকেট খেলা ১০৪ টি দেশই এবার থেকে টি-টোয়েন্টি ক্রিকেটের মর্যাদা পাবে। ১০৪টি দেশের পুরুষ কিংবা মহিলা দলের খেলা যে কোনো টি-২০ ম্যাচই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের মর্যাদা পাবে। তার মানে পাপুয়া নিউ গিনির সাথে আর্জেন্টিনার কোনো টি-২০ ক্রিকেট খেলা হলেই তা আন্তর্জাতিক খেলার মর্যাদা পাবে।
রিচার্ডসন আরও জানিয়েছেন, ২০১৮ সালের ১ জুলাই থেকে মেয়েদের সব ম্যাচই টি-টোয়েন্টি ম্যাচের মর্যাদা পাবে। আর ২০১৯ সালের জানুয়ারি থেকে ছেলেদের সব ম্যাচই টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচের মর্যাদা পাবে। উল্লেখ্য, বর্তমানে টি-২০ স্ট্যাটাস পাওয়া দেশের সংখ্যা ১৮টি। এদের মধ্যে ১২টি পূর্ণ সদস্য দেশ। তাদের সঙ্গে আছে স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, হংকং, সংযুক্ত আরব আমিরাশাহি, ওমান ও নেপাল। ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার এই মুখ্য কর্তা।