ডেটলাইন পুরুলিয়াঃ জেলা পরিষদের একটি আসনে তৃণমূলের ৬ জন হেভিওয়েট প্রার্থী হওয়ায় রীতিমতো ফ্যাঁসাদে পড়েছেন দলের শীর্ষ নেতারা। এই ৬ জন কেউ কারও থেকে ‘ছোট’ নেতা নন। একজন জেলা সম্পাদক, আর একজন দলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি, দু’জন কর্মাধ্যক্ষ, একজন পঞ্চায়েত সমিতির সভাপতি ও অন্যজন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ। এক আসনে এই ছ’জনই মনোনয়ন জমা দেওয়ায় পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের ঘুম উড়ে গিয়েছে। একজনকে রাখলে, বাকি ৫ ডাকসাইটে নেতাই হয় দল ছাড়বে, নাহলে, দলে থেকে অন্তর্ঘাত চালাবে। মনোনয়ন প্রত্যাহার করতে হবে পাঁচজনকে। কিন্তু একজনও রাজি হচ্ছেন না। ৬ জনের বক্তব্য একদম এক, “লড়াই করে হেরে গেলে যাবো, সেটা ঠিক আছে। কিন্তু ‘বিনাযুদ্ধে’ এক ইঞ্চি জমি ছাড়তে কেউ রাজি নন।
তৃণমূল এই আসনে প্রার্থী করেছিল জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির বিদায়ী কর্মাধ্যক্ষ হলধর মাহাতোকে। তিনিই অফিসিয়াল প্রার্থী। বাকি পুষ্প বাউড়ি, প্রফুল্ল মাহাত, আনন্দ রাজোয়াড়, সমীরণ মুখোপাধ্যায়, সমরজিৎ মাহাতো পরপর মনোনয়ন জমা দেওয়ায় এই জেলা পরিষদের আসনটিকে নিয়ে এখন জেলাজুড়ে জোরদার আলোচনা শুরু হয়েছে।














