শুভেন্দু অধিকারীর আরোগ্য কামনায় দুর্গাপুরের মন্দির ও মঠগুলিতে পুজো

0
861

ডেটলাইন দুর্গাপুরঃ তৃণমূলের একাধিক নেতা,  বিধায়ক, মন্ত্রী ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুজিত বসু, স্বপন দেবনাথেরও করোনা  হয়েছিল, তবে তাঁরা সবাই করোনা জয় করে বাড়ি ফিরেছেন। আবার কাজেও যোগ দিয়েছেন। এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন রাজ্যের পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। মৃদু উপসর্গ রয়েছে। তাঁর মা গায়ত্রীদেবীর শরীরেও কোভিড পজিটিভ মিলেছে। তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। শুভেন্দুবাবুর অ্যান্টিজেন টেস্ট করার পর প্রথম পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। এরপর আরটি-পিসিআর টেস্ট করা হয়। তাতেও রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত তিনি  বাড়িতেই আইসোলেশনে আছেন বাংলায় করোনা  সংক্রমণের পর শাসক দলের যে ক’জন বড় নেতাকে মাঠে নেমে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে দেখা গেছে তাঁদের  মধ্যে অন্যতম হলেন  শুভেন্দু অধিকারী।করোনাকালেও তিনি আমফান দুর্গতদের পাশে থেকে গোটা পূর্ব মেদিনীপুর জেলায় ত্রাণ ও উদ্ধারের কাজ তদারকি করেছেন। এছাড়াও করোনা থেকে মানুষকে সতর্ক করার কাজেও নিয়োজিত ছিলেন। তাই, এবার তাঁর করোনা হওয়ার খবরে তৃণমূল কর্মী সমর্থক ও তাঁর অনুগামীরা তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা শুরু করেছেন। দুর্গাপুরেও ৪ নং বরো কমিটির চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দুর্গাপুরের প্রতিটি ওয়ার্ডে মন্দির ও মঠগুলিতে শুভেন্দু অধিকারীর সুস্থতা কামনায় বিশেষ পুজো,হোম যজ্ঞ করা হচ্ছে। চন্দ্রশেখরবাবু জানান, কাজের মানুষ শুভেন্দু অধিকারী যাতে দ্রুত সুস্থ হয়ে আবার সাধারন মানুষের পাশে থেকে সামাজিক কাজ শুরু করতে পারেন,সেটাই তারা প্রার্থনা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here