ডেটলাইন ওয়েব ডেস্কঃ ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬ তম সাধারণ অধিবেশনে ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে দিনটিকে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ বা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়েছে। তারপর থেকে এই দিনটি আমাদের দেশ সহ সারা বিশ্বে নানা কর্মসূচীর মাধ্যমে পালন করা হয়। আমাদের দেশেও এই বিশেষ দিনটিকে যথাযোগ্য মর্যাদা দেওয়া হয়। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে স্বীকৃত সংবাদমাধ্যমকে ও সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার অধিকারকে সম্মান জানানোর সঙ্গেই সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতি অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাঁদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় দিবসটিতে। সাম্প্রতিককালে করোনা মহামারীর সময় এবং অন্য আরও নানা কারনে সাংবাদিকতা পেশার দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানানো হয় বিশ্বের বিভিন্ন জায়গায়। সাংবাদিকতা হলো সমাজের একটি গুরুত্বপূর্ণ গণসম্পদ। নানা প্রতিকূলতার মধ্যে প্রানের ঝুঁকি নিয়েও প্রকৃত সংবাদ সংগ্রহের কাজ করেন সাংবাদিকরা। প্রশাসন ও রাজনৈতিক নানা চাপের মধ্যে থেকেও নিজেদের কাজে অবিচল থাকেন তারা। প্রকৃত খবর জনমানসে তুলে ধরে সমাজকে সঠিক দিশা দেখানোর মহান কাজ করে চলে সংবাদমাধ্যম। তাই ভুল তথ্য এবং অপপ্রচাররোধে মুক্ত এবং স্বাধীন সাংবাদিকতা সমাজের কাছে সবচেয়ে বড় শক্তি। সাংবাদিকদের নিরাপত্তার দিকটিও তাই বিশেষভাবে লক্ষ্য রাখা হয়ে থাকে। কোভিডকালে যে সকল সাংবাদিক বন্ধু মারা গেছেন তাদের প্রতি রইল আমাদের অন্তরের শ্রদ্ধা।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...