ডেটলাইন দুর্গাপুরঃ প্রতি বছর ৫ জুন পৃথিবী জুড়েই পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। প্রকৃতিকে রক্ষা ও প্রকৃতিকে সম্মান জানানোর লক্ষ্যেই এই নির্দিষ্ট দিনকে বেছে নিয়েছে রাষ্ট্রসঙ্ঘ। বিশ্ব পরিবেশ দিবসের ঘোষণা প্রথম করা হয়েছিল ১৯৭২ সালে। তারপর থেকেই বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আমাদের দেশের সর্বত্রই প্রতি বছর এই বিশেষ দিনটি পালিত হয়ে আসছে। সরকারী উদ্যোগে যেমন বৃক্ষরোপণ সহ একাধিক কর্মসূচী পালন করা হয়। তেমনই বেসরকারী বিভিন্ন সংস্থা ও একাধিক সমাজসেবী সংস্থাও তাদের মতো করে এই দিনটি পালন করে। তবে সবারই একটাই উদ্দেশ্য যে এই পৃথিবী যেন সবুজময় থাকুক।
সেই লক্ষ্যে এদিন দুর্গাপুরের অন্যতম সমাজসেবী সংস্থা শুভকামনা ফাউন্ডেশনের পক্ষ থেকেও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। একাধিক জায়গায় আম সহ আরও কিছুর গাছের চারা রোপন করা হয়।