ডেটলাইন ওয়েব ডেস্কঃ দেশের উত্তর অংশে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার জন্য বাংলায় শীতের রাস্তা অনেকদিনই যেন আটকে ছিল। তবে আর নয়। এবার সেই বাধা কাটতে চলেছে বলেই আবহাওয়াবিদদের আশ্বাস। এবার পশ্চিমবঙ্গ সহ সমগ্র পূর্ব ভারতেই উত্তর ও উত্তর-পশ্চিমের শীতল হাওয়া ঢুকতে শুরু করবে। সেই সঙ্গে নামবে উষ্ণতার পারদও। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশকুমার দাস সেই রকমই আশ্বাস দিয়ে বলেছেন, বুধবার থেকেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে যে মেঘ তা কেটে যাবে। অন্যদিকে উত্তর-পশ্চিমে থেকে যে শীতল হাওয়া আমাদের রাজ্যে আসে সেই হাওয়ায় আর কোনও বাধা নেই। পশ্চিমী ঝঞ্জা পুরোপুরি কেটে যাওয়াতেই এবার পাকাপাকিভাবে শীত আসছে রাজ্যে। চলতি মরশুমে এখনও পর্যন্ত তাপমাত্রার পারদ একবারও ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামেনি। বুধবার থেকে যে ঠান্ডা অনুভূত হবে, তা বৃহস্পতি বা শুক্রবারের দিকে ১৫ ডিগ্রি বা তারও কম তাপমাত্রায় পৌঁছে যেতে পারে বলে আশা করা হচ্ছে। এই শীতের পথে বাধা দেওয়ার মতো কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্তও আপাতত নেই। ঠান্ডা যতটাই লাগুক না কেন, ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রা টানা চার-পাঁচদিন স্থায়ী হলে তবেই কাগজেকলমে শীত এসেছে বলে ঘোষণা করে থাকে আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদরা আগে জানিয়েছিলেন, ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ পাকাপাকিভাবে শীত এসে পড়তে পারে রাজ্যে। কিন্তু আরব সাগরের উপর ঘূর্ণাবর্ত, রাজস্থানের উপর নিম্নচাপের কারণে উত্তুরে হাওয়া রাজ্যে ঢোকার বদলে জলীয় বাষ্প পূর্ণ বায়ুপ্রবাহ ধেয়ে যায় উত্তরের দিকে। পাশাপাশি একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার জেরে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশে তুষারপাত হতে থাকলেও তা উত্তুরে হাওয়ার প্রবাহকে সমানে বাধা দিয়ে গিয়েছে। ফলে মধ্য-ডিসেম্বরেও শীতের দেখা এখনও পর্যন্ত মেলেনি। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে এবার আর শীত আটকাবে না। অতএব এবার রাজ্যে শীতের আমেজ পুরোপুরি নিতে পারবেন রাজ্যবাসী।