ডেটলাইন দুর্গাপুরঃ আগেও একাধিকবার রাজ্য স্তরের পরীক্ষায় ভালো ফলাফলের নজির গড়েছে দুর্গাপুরের ছাত্রছাত্রীরা। আরও একবার সেই ধারা অব্যাহত রাখল দুর্গাপুরের হেমশীলা মডেল স্কুলের এক ছাত্র। এবারের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সপ্তম স্থান পেয়েছে এই স্কুলের কৃতি ছাত্র ঋত্বিক গাঙ্গুলি। তার বাড়ি বিধাননগরের কামিনী রায় পথে। তাঁর এই কৃতিত্বে স্বাভাবিকভাবেই গর্বিত দুর্গাপুরবাসী। জয়েন্ট এন্ট্রান্সে এবার প্রথম হয়েছে কলকাতার সাউথ পয়েন্ট হাইস্কুলের অভিনন্দন বসু এবং দ্বিতীয় হয়েছে হরিয়ানা বিদ্যামন্দিরের ছাত্র দিদীপ্য রায়। তৃতীয় স্থান অধিকার করেছে ডিপিএস রুবি পার্ক স্কুলের ছাত্র অর্চিষ্মাণ সাহা। উল্লেখ্য,পরীক্ষা শেষ হওয়ার ৩১ দিনের মাথায় প্রকাশিত হল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্সের ফল। গত ২২ এপ্রিল এ রাজ্যে অনুষ্ঠিত হয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। তার ঠিক একমাসের মধ্যেই প্রকাশিত হল পরীক্ষার ফলাফল। এ বছর মোট ৩৩৯টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন ১,২৫,০৭৫ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে সফল হয়েছেন ১,০৫,০৮১জন।
এক নজরে মেধা তালিকার প্রথম ১০ –
প্রথমঃ অভিনন্দন বসু ( সাউথ পয়েন্ট হাই স্কুল)
দ্বিতীয়ঃ দিদীপ্য রায়(হরিয়ানা বিদ্যা মন্দির)
তৃতীয়ঃ অর্চিষ্মাণ সাহা (ডিপিএস রুবি পার্ক স্কুল)
চতুর্থঃ শুভম অগ্রবাল (সেন্ট থমাস বয়েজ স্কুল)
পঞ্চমঃ দেবজ্যোতি কর (এপিজে স্কুল)
ষষ্ঠঃ নমন বিয়ানি (শ্রী শ্রী অ্যাকাডেমি)
সপ্তমঃ ঋত্বিক গঙ্গোপাধ্যায় (হেমশীলা মডেল স্কুল, দুর্গাপুর)
অষ্টমঃ রণজয় মিদ্যা (অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল)
নবমঃ অভিষেক শ্রীবাস্তব (সেন্ট জেভিয়ার্স স্কুল, রাঁচি)
দশমঃ আয়ুষী বিদ্যান্ত (দ্বারকানগর, বিশাখাপত্তনম)