দুর্গাপুরে আটকে পড়া ভিন জেলার কর্মীদের শেষ পর্যন্ত নিজেদের বাড়ি পাঠানো হল

0
740

ডেটলাইন দুর্গাপুরঃ করোনা ভাইরাসের মোকাবিলায় প্রথমে রাজ্য তারপর গোটা দেশেই ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা হওয়ার ফলে হঠাৎ আমাদের স্বাভাবিক জনজীবন স্তব্ধ হয়ে যায়। কারন সড়ক যোগাযোগ সব বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া অনেকেই যেমন বিভিন্ন জায়গায় আটকে পড়েছে তেমনই ভিন রাজ্যের অনেক মানুষও এই রাজ্যের বিভিন্ন জায়গায় আটকে আছে। একই ভাবে এক জেলার মানুষ অন্য জেলায় আটকে রয়েছে যানবাহন চলাচল না করার কারনে। ট্রেন বাস সবই বন্ধ তাই কারোরই কোথাও যাওয়া আসার উপায় নেই। এমনই এক প্রতিকূল পরিস্থিতির শিকার হয় মুর্শিদাবাদ, মালদা থেকে দুর্গাপুরের একাধিক জায়গায় নির্মাণ শিল্পে কাজ করতে আসা শতাধিক রাজমিস্ত্রী ও কর্মী। তারা চরম প্রতিকূলতায় মধ্যে পড়ে যান। একদিকে কাজ বন্ধ অন্যদিকে তারা যেখানে থাকতেন সেখানেও তাদের অনেককেই থাকতে দেওয়া হচ্ছিল না। সেই সঙ্গে জিনিস পত্রের দাম বেড়ে যাওয়াতেও তারা সমস্যায় পরেন। তাদের বাড়ির লোকজনেরাও ক্রমশ উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। ঠিক এমন সময় এদের পাশে এসে দাঁড়ান পুরসভার ৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী। রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করে এই আটকে পড়া শ্রমিকদের নিজেদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন। পরিবহনমন্ত্রীর নির্দেশে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কয়েকটি বাসে করে শতাধিক শ্রমিককে মুর্শিদাবাদ ও মালদায় তাদের বাড়ি পাঠানো হয়েছে। চন্দ্রশেখর ব্যানার্জী জানিয়েছেন, করোনার কারনে যে সব মানুষ এই ভাবে নানা বিপদে পরছেন, তাদের সব ধরনের সহযোগিতা করার তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here