ডেটলাইন দুর্গাপুরঃ আসানসোলের পর এবার দুর্গাপুর। পেট্রোল পাম্পে তেলের বদলে মিলল জল। কিছুদিন আগেই ২ নম্বর জাতীয় সড়কের ধারে আসানসোলের সবচেয়ে বড় পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েলের জুবিলি পাম্পেও একই ঘটনা ঘটেছিল। ঘটনা ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। শেষপর্যন্ত বাইক আরোহীদের ক্ষতিপূরণ দেওয়া হলে বিক্ষোভ থামে। শনিবার দুর্গাপুরের এজোনের দয়ানন্দ রোডের ভারত পেট্রোলিয়ামের একটি পাম্পে সেই একই ঘটনা ঘটে। পেট্রোলের বদলে জল বের হল পাইপ দিয়ে। আর সেই পাম্পের তেল নিয়ে সমস্যায় পড়লেন বহু বাইক আরোহী ও চারচাকা গাড়ির চালক। কেন এই ধরণের ঘটনা ঘটল তার সঠিক ব্যাখা দিতে পারেননি পাম্পের ম্যানেজার বাপি ব্যানার্জী। জানা গেছে, আজ সকাল থেকে বহু বাইক আরোহী এবং চারচাকা গাড়ির চালক এই পাম্পে পেট্রোল ভরিয়ে সমস্যায় পড়েন। একজন জানান পাম্প থেকে তেল ভরিয়ে কিছুটা যেতেই বাইক বন্ধ হয়ে যায়। এরপর পাশের একটি গ্যারাজে নিয়ে যেতে পেট্রোল ট্যাঙ্ক খুলতেই দেখা যায় তেলে জলে একাকার। তার মতো অনেকেরই এই সমস্যা হতেই তারা ঐ পাম্পে এসে বিক্ষোভ দেখাতে থাকলে উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে আসে দুর্গাপুর মেন থানার পুলিশ। পাম্পের ম্যানেজার বাপি ব্যানার্জী ঘটনার কথা স্বীকার করে জানিয়েছেন, তারা বিষয়টি খতিয়ে দেখবেন। এছাড়াও খারাপ গাড়িগুলি সারিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে পাম্প কর্তৃপক্ষ।