ভোটের প্রচারে টোটো চালাচ্ছেন প্রার্থীরা

0
784

ডেটলাইন বাঁকুড়াঃ ভোট বড় বালাই। নির্বাচনে জেতার জন্য মরিয়া সব দলেরই প্রার্থীরা। সবাই এমপি হতে চায়। আর তার জন্য প্রচারের মরশুমে অনেক কিছুই করতে দেখা যায় প্রার্থীদের। ভোট পেতে তাই টোটো চালাতেও পিছপা হচ্ছেন না প্রার্থীরা। এমনই ছবি দেখা গেল বাঁকুড়া জেলায়। এই জেলায় দুটি লোকসভা আসনেই গত নির্বাচনে জিতেছিল তৃণমূল কংগ্রেস। বাঁকুড়া লোকসভায় জিতেছিলেন মুনমুন সেন। এবার তাকে আসানসোলে প্রার্থী করেছে তৃণমূল। আর মুনমুনের জেতা এই আসনে এবার তৃণমূলের নতুন প্রার্থী হয়েছেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। অন্যদিকে বিষ্ণুপুর কেন্দ্রে তৃণমূলের গতবারের সাংসদ সৌমিত্র খাঁ দল ছেড়ে বিজেপিতে গিয়ে তার পুরানো কেন্দ্রেই বিজেপির প্রার্থী হয়েছেন। আর তৃণমূল এখানে নতুন প্রার্থী করেছে আর এক মন্ত্রী শ্যামল সাঁতরাকে।  বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন ডা.সুভাষ সরকার। ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই অন্যান্য জেলার সঙ্গে বাঁকুড়া জেলাতেও জোরদার প্রচারে নেমেছেন শাসক ও বিরোধী দলের প্রার্থীরা।

সোমবার দেখা গেল ভোটের প্রচারে বিজেপি ও তৃণমূল প্রার্থীরা টোটোকে হাতিয়ার করে ভোটারদের নজর কাড়তে চাইলেন। দুজনেই টোটো চালিয়ে প্রচার করলেন। বাঁকুড়া শহরের পাঁচবাগা নতুনচটি এলাকায় টোটোয় চালিয়ে  প্রচার করলেন বাঁকুড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার। অন্যদিকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমুল প্রার্থী শ্যামল সাঁতরা টোটো চালিয়ে প্রচার করলেন বিষ্ণপুরের আদিবাসী অধ্যুষিত গ্রাম গোপালপুরে। স্বাভাবিকভাবেই এমন প্রচারে খুশি টোটো চালকরাও। কারন ভোটের কটা দিন তাদের কিছু বাড়তি আয় তো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here