ব্রাডম্যানের রেকর্ড ভাঙলেন বিরাট

0
868

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ অধিনায়ক হিসেবে সব থেকে বেশি ১৫০-র বেশি রানের ইনিংস খেলার কৃতিত্ব এর আগে ছিল অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ডন ব্র্যাডম্যানের। আজ সেই রেকর্ড ভেঙে দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। পুণে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দাপটে খেলে তিনি ২৬ তম টেস্ট শতরান করলেন। পরে তিনি দ্বিশতরানও করেন। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন মধ্যাহ্ন ভোজের পরে খেলতে নেমে আক্রমণাত্মক হয়ে ওঠেন বিরাট। দ্রুত ১৫০ রান পেরিয়ে যান। এই নিয়ে নবম বার এই কীর্তি গড়লেন ভারত অধিনায়ক হিসেবে। আর এর ফলে তিনি ভেঙে দিলেন ডন ব্র্যাডম্যানের রেকর্ড। অধিনায়ক হিসেবে সবথেকে বেশি ১৫০-র বেশি রানের ইনিংস খেলার কৃতিত্ব এতোদিন ডন ব্রাডম্যানের দখলেই ছিল। তিনি মোট আটবার এই স্কোর করেছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here