দুর্গাপুরে ‘বিকশিত ভারত ইউথ পার্লামেন্ট’ বিষয় নিয়ে প্রতিযোগিতা

0
226

ডেটলাইন দুর্গাপুর,২৩ মার্চঃ ভারত সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধীনস্ত নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে দেশ জুড়ে ১৮-২৫ বছর বয়সী ছাত্র-যুবদের নিয়ে ‘বিকশিত ভারত ইউথ পার্লামেন্ট’ বিষয় নিয়ে প্রতিযোগিতা চলছে। তারই অঙ্গ হিসাবে রবিবার পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলার মধ্যে অবস্থিত বিভিন্ন ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানে থেকে ১৫০ জনকে বাছাই করে ডিএসএমএস কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল জেলাস্তর প্রতিযোগিতা। ১২২ জন উপস্থিত ছিল। আলোচ্য বিষয় ছিল – “এক দেশ এক ভোট : বিকশিত ভারতের পথ প্রশস্ত করার জন্য সহায়ক”। এদিন সকাল ১০টা থেকে বিকাল ৫.৩০ পর্যন্ত বিপুল উৎসাহ ও উদ্দীপনা সহকারে ২ দফায় প্রতিযোগিতার মধ্য দিয়ে অলকানন্দা বসু -১ম, সুধাশ্রী চক্রবর্তী- ২য়,  ত্রিপর্ণা মুখার্জী -৩য় স্থানাধিকারী সহ মোট ১০ জন যুবক যুবতীকে রাজ্যস্তর প্রতিযোগিতায় নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে পশ্চিম বর্ধমান জেলার ৫ জন এবং বাঁকুড়া জেলার ৫ জন নির্বাচিত হয়েছে।সকলকে শংসাপত্র ও স্মারক উপহার দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।উপস্থিত ছিলেন সমাজকর্মী কবি ঘোষ, ডিএসএমএস  কলেজের অধক্ষ্যা ড.মৌমিতা কর, বিশিষ্ট চিকিৎসক ডা: রনু মুখোপাধ্যায়, রাইরানী দেবী গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা বিপাসা নায়েক, সমাজসেবী সুবীর রায় প্রমূখ। ১০ জন এই প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন। প্রতিযোগি,বিচারক ও উপস্থিত অতিথিদের শুভেচ্ছা জানান নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুরের ভারপ্রাপ্ত আধিকারিক অন্বেষা ভট্টাচার্য। এদিন অনুষ্ঠানের শুরুতে শহীদ ভগৎ সিং এর প্রতিকৃতি মাল্যদান ও তাঁর স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here