দামোদর সংস্কারের দাবিতে অভিনব উদ্যোগ তৃণমূল কংগ্রেসের

0
1091

ডেটলাইন দুর্গাপুরঃ ভারতের প্রথম বহুমুখী নদী প্রকল্পের নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের উদ্যোগে এই প্রকল্প গড়ে উঠেছিল। ১৯৫৫ সালে দুর্গাপুরে দামোদর নদের উপর নির্মিত হয় দুর্গাপুর বাঁধ। ডিভিসির মূল উদ্দেশ্য ছিল বন্যা নিয়ন্ত্রণ,বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ,পরিবেশ সংরক্ষণ,সেচ,বনসৃজন এবং মানুষের আর্থিক ও সামাজিক উন্নতি। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় নদীর অবস্থা বেহাল হয়ে পড়েছে। একদিকে যেমন পলি জমে দামোদরের নাব্যতা কমে গেছে,তেমনই অনেক জায়গায় নদীর পাড় ভেঙে গেছে সেই সঙ্গে লকগেট খারাপ হওয়ার মতো ঘটনা তো আছে। ড্রেজিং না হওয়ার কারণে দামোদরের জল ধারণ ক্ষমতা কমে গেছে। এছাড়াও দামোদরের মধ্যে কচুরিপানা জমতে জমতে দুর্গন্ধময় হয়ে উঠছে নদীর জল।এই অভিযোগকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস কর্মীরা আজ নৌকা বিহার করে এক অভিনব প্রতিবাদে সামিল হল। এইখানে উপস্থিত হয়ে দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান,ড্রেজিং না হওয়ার ফলে দামোদরের নাব্যতা কমে গেছে শীঘ্রই পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে পরবে। জলের জন্য হাহাকার শুরু হবে সুতরাং কেন্দ্রীয় সরকারকে দামোদর নদী ড্রেজিং করার পরিকল্পনা গ্রহন করা উচিৎ এবং এই অভিযোগে ডিভিসি কর্তৃপক্ষকে একটি স্মারকলিপি দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here