শুভকামনা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী

0
1041

ডেটলাইন দুর্গাপুরঃ আরণ্য সপ্তাহ ও বন মহৎসবকে সামনে রেখে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করল সমাজ সেবী সংগঠন ‘শুভকামনা ফাউন্ডেশন’। এই উপলক্ষে বৃহস্পতিবার দূর্গাপুরের রয়ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে ১০০ টির বেশি গাছের চারা বিতরর্ন করা হয়। একই সঙ্গে স্কুলে প্রাঙ্গনেও বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন কোকওভেন থানার আফিসার ইনচার্য সন্দীপ দাস, এ এস আই সমীর হালদার ও ৪ নম্বর বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী। অনুষ্ঠানের শুরুতে স্কুলের ছাত্রছাত্রীরা বৃক্ষরোপনের উপকারিতার বিষয়ে কবিতা পাঠ করে। স্কুলের প্রধান শিক্ষিকা সাগরিকা ব্যানার্জী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বৃক্ষরোপনের প্রয়োজনীয়তার কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কোকওভেন থানার আফিসার ইনচার্য সন্দীপ দাস এবং ৪ নম্বর বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী ‘শুভকামনা ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শিশুদের মধ্যে বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা ভীষণ ভাবেই জরুরী। এই ধরনের কাজ সমাজের জন্য একটা ভালো দিক। তারা শিশুদের হাতে গাছের চারা তুলে দিয়ে তাদের বাড়িতে সেই গাছ যত্ন সহকারে পরিচর্যা করার কথা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here