কানে মোবাইল হাতে স্টিয়ারিং নয়,রাস্তায় নেমে চালকদের সচেতন করল দুর্গাপুরের ট্রাফিক পুলিশ

0
2219

ডেটলাইন দুর্গাপুরঃ মুর্শিদাবাদের দৌলতাবাদের ভয়াবহ দুর্ঘটনার পরও সারা রাজ্যে একাধিক জায়গায় প্রায় একই ধরনের দুর্ঘটনা ঘটেছে। কানে মোবাইল, ঠোঁটে সিগারেট নিয়ে স্কুল বাস চালাচ্ছিলেন এক চালক। উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামের ঘটনা। আগেই দৌলতাবাদ বাস দুর্ঘটনার পর বাস চালকদের মোবাইলে নিষেধাজ্ঞা এনে নোটিশ জারি করেছে এসবিএসটিসি, এনবিএসটিসি। নির্দেশিকায় বলা হয়েছে  স্টিয়ারিং এ বসা অবস্থায় মোবাইল নেওয়া যাবে না। গাড়ি চালানোর আগে মদ্যপানও করা যাবে না। এবার জেলায় জেলায় সচেতনতা প্রচার শুরু হয়েছে।  মোবাইল কানে গাড়ি চালালে এবার থেকে লাইসেন্স বাতিল করা হবে। এমন কড়া সিদ্ধান্তও নিয়েছে রাজ্য সরকার। সেই সূত্রেই এবার দুর্গাপুরেও গাড়ি চালকদের সচেতন করতে উদ্যোগী হল আসানসোল দুর্গাপুর ট্রাফিক পুলিশ। ট্রাফিক ওসি অজয়কুমার গুপ্তার নেতৃত্বে আজ দুর্গাপুর বাস স্ট্যান্ড এলাকায় বাস ও বড়গাড়ির চালকদের এবিষয়ে সচেতন করা হয়। গাড়িগুলিতে একটি করে স্টিকারও সেঁটে দেওয়া হয়। ট্রাফিক ওসি অজয়কুমার গুপ্ত বলেন,আগেও এনিয়ে প্রচার হয়েছে তবে স্টিকার নিয়ে এভাবে এবারই প্রথম দুর্গাপুরে আমরা গাড়িচালকদের সতর্ক করলাম। আগামী দিনেও এই ধরনের সচেতনাতামূলক অভিযান চলবে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here