ডেটলাইন দুর্গাপুরঃ প্রত্যাশিতভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাল্টা সভা করছে তৃণমূল। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ডাক দিয়ে আগামী ৬ ফেব্রুয়ারী ঐ সভার আয়োজন করা হয়েছে নেহেরু স্টেডিয়ামের কাছেই তিলক ময়দানে। এদিন দলের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষনা করেন তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি ভি শিবদাসন। বিধায়ক ও জেলা আইএনটিটিইউসির সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল,প্রাক্তন জেলা আইএনটিটিইউসির সভাপতি প্রভাত চট্টোপাধ্যায়,জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায় সহ ব্লক সভাপতিরা ও দলের অন্যান্য নেতারাও।