মমতা বন্দ্যোপাধ্যায় যাতে বিপুল ভোটে জয়ী হন তার জন্য যজ্ঞ হল দুর্গাপুরে

0
515

ডেটলাইন দুর্গাপুরঃ ছ’মাসের মধ্যে রাজ্যে আবার নির্বাচনী উত্তাপ। ৩০ সেপ্টেম্বর কলকাতার ভবানীপুরে উপনির্বাচন। এছাড়াও,ওই দিন ভোট হবে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রে। ভোট গণনা ও ফলাফল ৩ অক্টোবর। এবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ায় ফের একবার নির্বাচনে লড়তে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার তিনি তাঁর পুরোনো কেন্দ্র ভবানীপুর থেকে লড়ছেন।বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় এই আসন থেকে জিতেছিলেন। পরে তিনি এই আসনের বিধায়ক পদে ইস্তফা দেন। ফলে এই আসনটির উপনির্বাচনের প্রয়োজন হয়। এই আসন থেকে আগেও দুবার জিতেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১-তে তৃণমূল বামফ্রন্টকে সরিয়ে ক্ষমতা দখলের পর মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি।এরপর ভবানীপুর থেকে উপনির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি। এরপর ২০১৬-র বিধানসভা নির্বাচন থেকেও এই আসনে জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আরও একবার ভবানীপুরের আসন্ন উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছেন। ইতিমধ্যে ভোটের প্রচার শুরু হয়েছে। এই কেন্দ্রে আসন্ন উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে বিপুল ভোটে জয়ী হতে পারেন সেই লক্ষ্যে সোমবার দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক যজ্ঞের আয়োজন করেছিলেন তৃণমূল নেতা বিশ্বনাথ পাড়িয়াল। এদিন দুর্গাপুরের ৪১ নম্বর ওয়ার্ডের দামোদর কলোনি এলাকায় সদানন্দ হরগৌরী আশ্রমে শ্রমিক ও এলাকার বাসিন্দাদের নিয়ে এই যজ্ঞের আয়োজন করা হয়। তৃণমূল নেতা বিশ্বনাথ পাড়িয়াল বলেন,ভবানীপুর কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী আমাদের নেত্রী মমতা বন্দোপাধ্যায়।মমতা বন্দ্যোপাধ্যায় যাতে বিপুল ভোটে জয়ী হয় সেই কামনায় এই যজ্ঞের আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here