ডেটলাইন দুর্গাপুরঃ দেশের অন্য কয়েকটি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেও বিধানসভা বা লোকসভা আসনে ক্রীড়া জগতের লোকজনদের নির্বাচনে টিকিট দেওয়ার চল রয়েছে। তাদের অনেকেই নির্বাচিত হয়েছেন। তবে,বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে এই প্রথম ক্রীড়া জগতের কাউকে প্রার্থী করল তৃণমূল। তিনি হলেন কীর্তি আজাদ। ১৯৮৩ সালের বিশ্বকাপ ক্রিকেটজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য কীর্তি আজাদ ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগেই রাজনীতিতে প্রবেশ করেন। তার বাবা ভগবৎ আজাদ একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। পরে তিনি বিহারের মুখ্যমন্ত্রীও হয়েছিলেন। তাই,রাজনীতি ছিল কীর্তি আজাদের রক্তে। প্রথমে তিনি বিজেপিতে গিয়েই তার রাজনৈতিক জীবন শুরু করেন। বিজেপির হয়ে তিনি বিহার থেকে একাধিকবার লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন। তার আগে তিনি দিল্লির গোলবাজার বিধানসভা আসনেও বিজেপির প্রতীকে জিতেছিলেন। পরে তিনি কংগ্রেসে যোগ দেন। তবে কংগ্রেস তাকে লোকসভায় টিকিট দিলেও তিনি জিততে পারেননি। ২০২১ এর শেষের দিকে আজাদ তৃণমূলে যোগ দেওয়ার পর গোয়া রাজ্যে তিনি তৃণমূলের সংগঠনের কাজ করছিলেন। এবার সেই কীর্তি আজাদকে বাংলায় নিয়ে এসে লোকসভা নির্বাচনে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আসনটিতে আগে রাজনীতিবিদ ছাড়াও অধ্যাপক এবং চিকিৎসক হিসেবে প্রার্থী হয়েছিলেন সিপিএমের সাইদুল হক এবং তৃণমূলের মমতাজ সংঘমিতা। দুজনেই একবার করে লোকসভায় নির্বাচিত হয়েছেন। গত লোকসভার নির্বাচনে এই আসনে জিতেছেন বিজেপির সুরিন্দর সিং আলুওয়ালিয়া। তাই এবার এই কেন্দ্রে প্রথমবার কোন একজন খেলোয়াড়কে প্রার্থী করে রীতিমতো চমক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।