দুর্গাপুরে পথ কুকুরদের ভ্যাক্সিনেশন করালো ‘স্বজন সুজন’ সংগঠন

0
613

ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা পথ কুকুরদের ভ্যাক্সিনেশন করানো হল একটি বেসরকারি সংগঠনের তরফ থেকে। শহর দুর্গাপুরে দীর্ঘদিন ধরে কাজ করছে স্বজন সুজন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। কোথাও কোনো জীবজন্তু অসুস্থ হলে তাদের সদস্যরা সাহায্যে এগিয়ে আসে। এবার করোনাকালে লকডাউনের সময় অসহায় কুকুরদের খাওয়ানোর ব্যবস্থাও করেছিল এই সংগঠন। রবিবার দুর্গাপুরের বেনাচিতি সংলগ্ন ট্রাঙ্ক রোড এলাকা, ৫৪ ফুট, রাঁচী কলোনি থেকে শুরু করে সিটি সেন্টার এলাকাজুড়ে ১০০টি পথ কুকুরকে সংগঠনের তরফে অ্যান্টি র‍্যাবিশ ভ্যাকসিনের পাশাপাশি পথ কুকুরদের মাংস ভাত এবং প্রায় ৫০ টি গরুকে রুটি খাওয়ানো হয়। ‘স্বজন সুজন’ সংগঠনের তরফে সুস্মিতা সেনগুপ্ত ও রেশমী আচারিয়া জানান, বিভিন্ন সময়ে তাদের সংগঠন সামাজিক নানা কাজে যুক্ত থাকে। এই ধরনের কর্মসূচিও তারা বিগত কয়েক বছর ধরে পালন করে চলেছে। এই সময়ে পারভো ভাইরাস সহ কুকুরদের নানা সমস্যা দেখা দেয়। এই পরিপেক্ষিতে এই ভ্যাকসিনেশনের মাধ্যমে তারা সুস্থ থাকতে পারবে। তাই তাদের এই উদ্যোগ। আগামী ২৮ সেপ্টেম্বর অ্যান্টি র‍্যাবিশ ডে। তাই সেই বিশেষ দিনটির আগেই স্বজন সুজনের সদস্যরা এই কর্মসূচীতে অংশ নিলেন। তাদের এই কাজে এলাকার মানুষজনও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here