ডেটলাইন দুর্গাপুরঃ দীর্ঘদিন পর অবশেষে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হল দুর্গাপুর প্রেস ক্লাবের। রবিবার শহরের প্রানকেন্দ্র সিটি সেন্টারে মাঙ্গলিক ভবনে এই নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে বিশিষ্ট আইনজীবী দেবব্রত সাঁইয়ের উপর সাংবাদিকদের এই নির্বাচন প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। মুখ্য নির্বাচন কমিশনারকে সহযোগিতার জন্য সাংবাদিকদের পক্ষ থেকে চার জন প্রতিনিধির উপস্থিতিতে সম্পূর্ণ গণতান্ত্রিক রীতি মেনে গোপন ব্যালটে ভোট গ্রহন হয়। মোট ৫৯ জন ভোটারের মধ্যে ৪৯ জন সাংবাদিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মোট ১১ জনের নির্বাচিত কমিটির পদাধিকারীরা হলেন – সভাপতিঃ কাঞ্চন সিদ্দিকী, সহ সভাপতিঃ বিকাশ সেন, সম্পাদকঃ সৌমেন বন্দ্যোপাধ্যায়, সহ সম্পাদকঃ প্রণব রায়, কোষাধ্যক্ষঃ কৌশিক বসু, সহ কোষাধ্যক্ষঃ সুবীর সিনহা। এছাড়া পাঁচজন কার্যকরী সদস্য হলেন যথাক্রমে বিকাশ মশান, চিত্তরঞ্জন দাস, খুরশিদ আনসারী, উদয়ন গুহরায় ও নিমাই দাস। নব নির্বাচিত সভাপতি কাঞ্চন সিদ্দিকী ও সম্পাদক সৌমেন বন্দ্যোপাধ্যায় ক্লাবের সকল সদস্যকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি জানিয়েছেন,খুব শিঘ্র প্রেস ক্লাবের নিজস্ব ভবন নির্মাণ করার উপর জোর দেওয়া হবে। এছাড়াও সরকারের কাছে পাওয়া জমিতে সাংবাদিকদের জন্য আবাসন তৈরীর বিষয়টিও তাদের পরিকল্পনায় রয়েছে।