নিজেদের ছেলের বিয়েতেও জোটের বার্তা দুর্গাপুরের কংগ্রেস ও বামনেতার

0
592

ডেটলাইন দুর্গাপুরঃ সাম্প্রতিককালে রাজনীতি যখন পরিবারের মধ্যেও ভাঙন ধরাচ্ছে তখন সৌহার্দের একেবারেই এক অন্য ছবি দেখা গেল দুর্গাপুরের দুই রাজনৈতিক পরিবারের বিয়ের অনুষ্ঠান ঘিরে। শহরের দুই প্রান্তে বসবাসকারী কবি ঘোষ ও তরুন রায় দীর্ঘদিনের দুই পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দুর্গাপুরবাসীর কাছে সুপরিচিত। একজন বামপন্থী অন্যজন ডানপন্থি। একসময়ে দুর্গাপুরের বহু বাম আন্দোলনের সঙ্গে জড়িয়ে ছিলেন কবি ঘোষ। একইভাবে কংগ্রেস নেতা তরুন রায়ও ছাত্রাবস্থা থেকেই এই শহরের রাজনৈতিক এক মুখ হয়ে উঠে ছিলেন। রাজনৈতিক যোগের সঙ্গেই তারা দুজনেই যেমন সামাজিক নানা দায়িত্ব পালন করে চলেছেন, তেমনই সময় এগোনোর সঙ্গে সঙ্গে দুজনেই এখন দায়িত্বশীল পিতা হয়ে উঠেছেন। এবার দুই নেতারই ছেলের বিয়ের দিনও পড়েছে একই দিনে। ৮মার্চ বিয়ে আর বৌভাত ১০ মার্চ। এই দুই বিয়ের রিসেপশনে বাম ও ডান শিবিরের বহু নেতা ও বিশিষ্ট ব্যাক্তির আমন্ত্রণ রয়েছে। যাতে দুই অনুষ্ঠানেই নিমন্ত্রিতরা হাজির হতে পারে তার জন্য দুই নেতাই নিজেদের মধ্যে আলোচনা করে রিসেপশনের সময় আলাদা আলাদা করেছেন। কবি ঘোষের ছেলের রিসেপশন হবে ১০ মার্চ দুপুরে আর তরুন রায়ের ছেলের বিয়ের রিসেপশন হচ্ছে ঐ দিনই সন্ধ্যেবেলা। এনিয়ে দুজনেই মিডিয়াকে বলেছেন, এখন ভোটের মরশুম। বাংলায় সরকার পরিবর্তনের লক্ষ্যে বাম ও ডান শিবির একজোট হয়ে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। সেদিকে লক্ষ্য রেখেই তারাও নিজেদের ছেলের বিয়ের রিসেপশনের মধ্য দিয়ে সেই জোটবার্তাকেই সাধারন মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here