দর্শকদের জন্য খুলে গেল তাজমহল,টিকিট অনলাইনে

0
671

ডেটলাইন ওয়েব ডেস্কঃ আজ সোমবার থেকে দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছ বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহল। করোনা ভাইরাসের কারনে ১৭ মার্চ থেকে বন্ধ ছিল তাজমহল। অবশেষে কোভিড বিধি নিষেধ মেনে খোলা হল তাজমহল। জানা গেছে,নতুন নির্দেশিকা অনুসারে প্রতিদিন তাজমহলে ৫,০০০ পর্যটককে প্রবেশের অনুমতি দেওয়া হবে। সেই  নির্দেশিকা অনুযায়ী, এই ৫ হাজার পর্যটকদের মধ্যে দুপুর ২টো’র আগে ২,৫০০ জন পর্যটককে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে এবং বাকিরা দুপুর ২টো’র পরে প্রবেশের অনুমতি পাবেন। হাতে কোন টিকিটের ব্যবস্থা থাকবে না। তাজমহল দেখার জন্য টিকিট আগেই অনলাইনে কাটতে হবে। তাজমহল দেখার জন্য কেন্দ্র যে গাইডলাইন দিয়েছে তাতে দেখা যাচ্ছে,তাজমহল খোলা থাকবে সূ্র্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। প্রতিদিন দু’টি শিফটে মোট পাঁচ হাজার জনের প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। মধ্যাহ্নভোজের আগে ও পরে। ‌ভেতরের সমাধি দেখার জন্য একসঙ্গে সর্বোচ্চ পাঁচ জনকে অনুমতি দেওয়ার নির্দেশ রয়েছে। প্রসঙ্গত,লোনলি প্ল্যানেটের আলটিমেট ট্র্যাভেলিস্টের প্রকাশিত তালিকায় বিশ্বের সেরা পাঁচ পর্যটন কেন্দ্রের মধ্যে ভারতের তাজমহল পঞ্চম স্থানে আছে। মুঘল সম্রাট শাহজাহানের আমলে তৈরি এই স্মৃতি সৌধ পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম। ইসলামিক ধাঁচে তৈরি শ্বেত পাথরের মধ্যে দামি পাথর খচিত স্মৃতি সৌধে প্রতিবছর আসেন দেশ, বিদেশের হাজার হাজার পর্যটক। যমুনার বক্ষে দাঁড়িয়ে থাকা এই স্মৃতিসৌধ ভারতের সবথেকে সুন্দর নির্মাণ। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে উত্তর কাম্বোডিয়ার অঙ্কোরভাট মন্দির। ১,০০০টি মন্দির, গম্বুজের সমাবেশে প্রতিবছর পায়ের ধুলো পড়ে দেশ, বিদেশের ২০ লক্ষ পর্যটকের। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ আঙ্কোরভাট। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ। পেরুর মাচু পিচ্চু প্রদেশের ইনকা শহর রয়েছে তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে রয়েছে চিনের প্রাচীর।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here