৩০ বছর পর অস্ট্রেলিয়াকে তাদের দেশেই ফলো অন করালো ভারত

0
969

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার মাটিতেই অস্ট্রেলিয়াকে ফলো অন করানোর অনন্য নজির গড়ল ভারত।  ৩০ বছর আগে ১৯৮৮ সালে দেশের মাটিতে শেষবার অস্ট্রেলিয়াকে ফলো অন করিয়েছিল ইংল্যান্ড। সেই ম্যাচ ড্র হয়েছিল। তবে এই যাত্রায় ড্র করলেও ভারত ইতিমধ্যে ২-১ ফলাফলে এগিয়ে থাকার সুবাদে সিরিজ জয়ের ইতিহাস গড়া থেকে কোহলিদের পারবে না অস্ট্রেলিয়া। সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়াতে প্রথম সিরিজ জিতবে ভারত।  প্রথম ইনিংসে কুলদীপ যাদবের ৫  উইকেটের পাশাপাশি দুটি করে উইকেট পেয়েছেন জাদেজা এবং সামি। বুমরাহ পান একটি উইকেট। গতকাল, তৃতীয় দিনের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ২৩৬ রান তুলেছিল অস্ট্রেলিয়া। চতুর্থদিনের খেলা শেষ হয়ে যায় ৩০০ রানে। এরপর ফলো অন হওয়ায় ফের ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। কিন্তু বৃষ্টি এবং কম আলোর জন্য দ্বিতীয় ইনিংসে বেশিক্ষণ খেলা হয়নি। চতুর্থ দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেট ৬ রান।  তবে এই ম্যাচে অস্ট্রেলিয়ার জেতার আশা প্রায় নেই। একমাত্র বৃষ্টি যদি শেষ পর্যন্ত এই টেস্টে অস্ট্রেলিয়ার মুখ রক্ষা করতে পারে। সেক্ষেত্রেও চার টেস্টের মধ্যে ২-১ এ এগিয়ে থাকা কোহলির ভারত এখন সিরিজ জিতে ইতিহাস গড়ার অপেক্ষায়।   এই টেস্টে অবশ্যই নায়ক হয়ে উঠেছেন স্পিনার কুলদীপ যাদব। প্রথম ইনিংসে ৯৯ রানে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিংকে ধরাশায়ী করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here