ডেটলাইন দুর্গাপুরঃ বসন্ত এসে গেছে। আর বসন্ত মানেই দোলযাত্রা। রাজ্যের সব জায়গার মতোই শহর দুর্গাপুরেও প্রতি বছরের মতো এবছরও উৎসাহ উদ্দীপনার সঙ্গেই বিভিন্ন জায়গায় বসন্ত উৎসবে মেতে উঠেছেন দুর্গাপুরবাসী।
এই উপলক্ষ্যে দুর্গাপুরের অন্যতম সমাজসেবী সংস্থা স্বপ্ন উড়ান- এর পক্ষ থেকেও এদিন বসন্ত উৎসব পালন করা হয়। এদিন সকালে দুর্গাপুর বাজার এলাকায় কচিকাচাদের নিয়ে এক বর্ণাঢ্য প্রভাতফেরী বের করা হয়। এখানে ছিলেন সংস্থার কর্ণধার চন্দ্রশেখর ব্যানার্জী, লক্ষ্মণ ঘোড়ই সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। প্রসঙ্গত গত বছর করোনাকালে এলাকায় গরীব দুস্থদের পাশে থেকে বিশেষ সামাজিক কর্মসূচী পালন করেছিল স্বপ্ন উড়ান সংস্থাটি। কয়েক মাস ধরে এলাকার গরীব পরিবারগুলিকে খাবারও সরবরাহ করা হয়েছিল এই সংস্থার তরফে।














