ডেট লাইন দুর্গাপুর: তৃণমূল নেতা বিধায়ক শুভেন্দু অধিকারীর জন্মদিন উপলক্ষে দুর্গাপুর মহকুমা হাসপাতালে দাদার অনুগামীরা এক স্বেচ্ছা রক্তদান শিবির করে। এখানে পুরসভার ৪ নং বোরো চেয়ারম্যান তথা জেলা তৃণমূল নেতা চন্দ্রশেখর ব্যানার্জির নেতৃত্বে দুর্গাপুরের বিভিন্ন এলাকার ২৫ জন অনুগামী রক্তদান করেন।
এছাড়াও এদিন পূর্ব বর্ধমানের তৃণমূল সাংসদ সুনীল কুমার মণ্ডলের মায়ের শ্রাদ্ধে পুষ্পার্ঘ পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী। তার নির্দেশে সেই পুষ্পার্ঘ ও ফল মিষ্টি নিয়ে সুনিলবাবুর বাড়ি বসুধা গ্রামে গিয়ে পৌঁছে দেন চন্দ্রশেখর ব্যানার্জি।