ডেটলাইন দুর্গাপুরঃ নানা জল্পনা ও অপেক্ষার অবসানে প্রার্থী প্রাপ্তী হল বিজেপির। হ্যাঁ, বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের জন্য আজ বিজেপির কেন্দ্রীয় কমিটির পক্ষে বিদায়ী সাংসদ তথা নীতি আয়োগ দফতরের মন্ত্রী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নাম ঘোষণা করেছেন। আসানসোলে জন্ম নেওয়া এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা এই প্রাক্তন সাংসদ আসানসোল ও দুর্গাপুর সহ এই রাজ্যের রাজনীতিতেও এক পরিচিতি নাম। গত লোকসভা নির্বাচনে তিনি দার্জিলিং থেকে সাংসদ নির্বাচিত হলেও এবার সেখানে তাঁকে টিকিট দেওয়া হয়নি। জানা গেছে, তিনি আসানসোল আসনটি চেয়েছিলেন। কিন্তু সেখানে বাবুল সুপ্রিয়কে সরাতে চাননি বিজেপি নেতৃত্ব। একজন হেভীওয়েট প্রার্থী পেয়ে খুশি বিজেপি কর্মী সমর্থকরা ।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...