দুর্গাপুর থেকে সুপারি কিলার ধরল কলকাতা সিআইডি

0
1288

ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুরের বেনাচিতির উত্তরপল্লী এলাকায় হঠাৎই চাঞ্চল্য ছড়ালো। এলাকার একটি বাড়ি থেকে ২৮০ গ্রাম হেরোইন, ৩টি আগ্নেয়াস্ত্র ও ৭ রাউন্ড গুলিসহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল কলকাতা সিআইডি ও দুর্গাপুর থানার পুলিশ। ধৃতদের নাম রবি চৌরাশিয়া, অজিত কুমার এবং জিতেন কুমার। এদের প্রথম দুজনের বাড়ি টাটায় ও তৃতীয় জনের বাড়ি পাটনায় বলে জানা গেছে। কলকাতা সিআইডির নারকোটিক বিভাগের ৭ জনের একটি দল কয়েকদিন আগেই এদের খোঁজে দুর্গাপুরে আসে। তাদের কাছে খবর ছিল এই তিনজনেই বিশেষ কাউকে খুনের পরিকল্পনা নিয়ে দুর্গাপুর শহরে এসেছিল। খুনের জন্য নাকি তারা ২৫ লক্ষ টাকা সুপারিও নিয়েছিল। কিন্তু কাকে খুন করার পরিকল্পনা নেওয়া হয়েছিল তা জানা যায়নি। এরা বিগত বেশ কয়েক মাস ধরেই পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বেনাচিতি বাজারের কাছে উত্তরপল্লীর একটি বাড়িতে ভাড়া নিয়ে ছিল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঐ এলাকায়। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিআইডি অফিসাররা। তাদের সঙ্গে আরও কয়েকজন যুক্ত রয়েছে বলেও তারা জানতে পেরেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here