নানা কর্মসূচীতে পালন নেতাজীজয়ন্তী

0
643

ডেটলাইন ওয়েব ডেস্কঃ সারা দেশের সঙ্গে এই রাজ্যেও নানাভাবে সরকারী ও বেসরকারী উদ্যোগে পালিত হল মহান বিপ্লবী নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী। একই সঙ্গে দুর্গাপুরেও রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর ও মহকুমা প্রশাসনের তরফে সিটি সেন্টার তথ্যকেন্দ্রে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। বিভিন্ন সংগঠন ও ক্লাবের পক্ষ থেকেও একাধিক কর্মসূচী নেওয়া হয়েছিল এদিন। দুর্গাপুর ঐকতান সব পেয়েছির আসর ও মিলন সংঘ আয়োজিত নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ভিরিঙ্গী মিলন সংঘ ফুটবল ময়দানে জাতীয় পতাকা ও আসর পতাকা উত্তোলন এবং নেতাজীর প্রতিকৃতি তে মাল্যদান করা হয়। এখানে ছিলেন ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পরিষদ সদস্য প্রভাত চট্টোপাধ্যায় সহ অন্য অতিথিরা। এখানে শিশুদের বসে আঁকো,হাতের লেখা,যেমন খুশি সাজো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। উল্লেখ্য, ২৩ জানুয়ারি দিনটিকে কেন্দ্রীয় সরকার এবার ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষণা করেছে। অন্যদিকে রাজ্য সরকার দিনটিকে ‘দেশনায়ক দিবস’ হিসেবে পালন করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন একাধিক অনুষ্ঠানে অংশ নেন। তিনি বলেছেন,‘‌নেতাজী মানে আবেগ, নেতাজী মানে দর্শন। নেতাজীর পরিবার বাঙালির কাছে সবচেয়ে বড় আবেগ। তাঁরা বাঙালির ভীষণ কাছের আত্মীয়। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় এসে একাধিক অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রী তাঁর টুইটবার্তায় বলেছেন,‘মহান মুক্তিযোদ্ধা ও ভারতমাতার সত্যিকারের পুত্র নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনে শত প্রণাম। দেশের স্বাধীনতার জন্য তাঁর ত্যাগ এবং আত্মনিবেদন সবসময় স্মরণ করা হবে।’‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here