ডেটলাইন নিউজ ডেস্কঃ অবশেষে ২০২১ এর বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করা হল। পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের জন্য এবার মোট ৮ দফায় ভোট গ্রহন হবে। শুরু হবে ২৭ মার্চ। শেষ হবে ২৯ এপ্রিল। বাংলা ছাড়াও আরও তিন রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা ভোটও হচ্ছে এবার। এগুলি হল অসমে ১২৬, কেরলে ১৪০, তামিলনাড়ুতে ২৩৪ এবং পুদুচেরির ৩০টি আসনে। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা এদিন দিল্লির বিজ্ঞান ভবনে ভোটের দিনক্ষন এবং এবারের ভোটে বিশেষ কোভিড বিধি মেনে চলার কথা ঘোষণা করেন। কমিশনের পক্ষে বলা হয়েছে এবার অনলাইনেও মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। বাংলা সহ সব রাজ্যে ২ মে ভোট গণনা হবে।
এক নজরে কবে কোথায় ভোট –
প্রথম দফায় ৩০ কেন্দ্রে ভোট। ভোটগ্রহণ ২৭ মার্চ। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর (১), পূর্ব মেদিনীপুর (১)
দ্বিতীয় দফায় ৩০টি কেন্দ্রে ভোটগ্রহণ ১ এপ্রিল। পশ্চিম মেদিনীপুর (২), পূর্ব মেদিনীপুর (২), দক্ষিণ ২৪ পরগনা (১)
তৃতীয় দফায় (৬ এপ্রিল) ৩১টি আসনে ভোটগ্রহণ। হাওড়া (১), হুগলি (১), দক্ষিণ ২৪ পরগনা (২)
চতুর্থ দফায় ৪৪টি আসনে ভোট। হবে ৯ এপ্রিল। হাওড়া পার্ট ২ , হুগলি পার্ট ২, দক্ষিণ ২৪ পরগনা পার্ট ৩, কোচবিহার, আলিপুরদুয়ার
পঞ্চম দফা (১৭ এপ্রিল) ৪৫টি আসনে। উত্তর ২৪ পরগনা পার্ট ১, নদিয়া পার্ট ১, পূর্ব বর্ধমান পার্ট ১, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি
ষষ্ঠ দফা (২২ এপ্রিল) ৪৩টি আসনে। নদিয়া পার্ট ২, পূর্ব বর্ধমান পার্ট ২, উত্তর দিনাজপুর
সপ্তম দফা (২৬ এপ্রিল) ৩৬ আসনে। মালদা পার্ট ১, মুর্শিদাবাদ পার্ট ১, পশ্চিম বর্ধমান, কলকাতা দক্ষিণ, দক্ষিণ দিনাজপুর
অষ্টম দফায় (২৯ এপ্রিল) ৩৫টি আসনে। মালদা পার্ট ২, বীরভূম, কলকাতা উত্তর।
বাংলায় আট দফার ভোট ঘোষণার পরই ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলাকে অসম্মানের উত্তর দেবে মানুষ। তাঁর অভিযোগ, এজেন্সির অপব্যবহার করছে বিজেপি। পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন, কাকে সুবিধা দিতে আট দফায় ভোট করা হচ্ছে?