কাশ্মীরে ধসের কবলে আটকে দুর্গাপুরের ২০জন পর্যটক

0
841

ডেটলাইন দুর্গাপুরঃ পাহাড়ের ধসের ফলে বন্ধ শ্রীনগরের রাস্তার যান চলাচল। মঙ্গলবার দুপুর থেকে বন্ধ রয়েছে যান চলাচল। সেখানে আটকে পড়েছে প্রায় ছয় হাজার গাড়ি। খাবার ও খাবার জল ঠিকভাবে না পাওয়ায় বিপাকে পড়েছেন পর্যটকরা। অন্য রাজ্যের পর্যটকদের সঙ্গে সেখানে ২০জন দুর্গাপুরের বাসিন্দা আটকে পড়েছেন বলে জানা গিয়েছে। দুর্গাপুরের বেনাচিতির সুভাষ পল্লীর মাইকেল সরণীর ৬ নম্বর স্ট্রিটের ৮ নম্বর বাড়ির বাসিন্দা দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী নির্মল চৌধুরী সপরিবার ও বন্ধু-বান্ধবদের নিয়ে ২১ মে কাশ্মীর রওনা হন। ফেরার পথে জোজিলা পাশে ধসে নির্মল বাবুদের গাড়ি আটকে পড়ে।  জোজিলা থেকে নির্মল চৌধুরী বলেন, আমরা দুর্গাপুরের ২০ জন রাস্তায় আটকে রয়েছি। বাচ্চা, বৃদ্ধ সকলেই রয়েছেন গাড়িতে। এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। শুক্রবার সকালে ফেরার ফ্লাইট। জানিনা কি ভাবে বাড়ি পৌঁছাবো। নির্মলবাবু আরও বলেন, এখানে পানীয় জল, খাবার কিছুই পাচ্ছি না। চরম দুশ্চিন্তায় আছি আমরা। শুধু পর্যটকরা নন তাদের পরিবারের লোকেরাও চিন্তিত। ঘটনার কথা শুনতেই দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। তিনি জানান আমরা জেলাশাসকের মাধ্যমে বিপর্যয় মোকাবিলা টিমের সঙ্গে যোগাযোগ রাখছি কাশ্মীরে আটকে পড়া পর্যটকদের সহায়তা করার জন্য।‌  রাজ্যের প্রচুর মানুষ আটকে রয়েছেন। কাশ্মীরে প্রশাসনের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি করে তাদের নিরাপদে বাড়ি ফেরানো যায় সেই চেষ্টায় করছেন সকলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here