ডেটলাইন দুর্গাপুর,১২ জানুয়ারীঃ গত ৯ জানুয়ারী থেকে ভগৎ সিং স্টেডিয়ামে শুরু হয়েছে দুর্গাপুর ক্লাব সমন্বয়ের উদ্যোগে ‘স্পোর্টস কার্নিভাল’। এদিন ছিল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। ছেলেদের ১০ কিলোমিটার ও মেয়েদের ৬ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার ফ্ল্যাগ অফ করে উদ্বোধন করেন জাতীয় দলের প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া। বাইচুং ভুটিয়ার সঙ্গে ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর ক্লাব সমন্বয়ের সভাপতি সন্দীপ দে প্রমূখ। দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়াম থেকে এই ম্যারাথন দৌড় শুরু হয়ে আবার স্টেডিয়ামেই সমাপ্ত হয়। উল্লেখ্য,এদিনই ছিল স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মদিন। এরকম একটি দিনেই এই ধরনের উদ্যোগের প্রশংসা করেছেন বাইচুং। তিনি বলেন,যুবকদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং শরীর ফিট রাখতে এই ধরনের দৌড় প্রতিযোগিতার বিশেষ প্রয়োজন আছে। তিনি স্পোর্টস কার্নিভালের জন্যও উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়ে বলেছেন এটি খুব ভালো একটি উদ্যোগ। উল্লেখ্য, ক্রিকেট,ফুটবল,টেনিস,দাবা ও অ্যাথলেটিক্স সহ মোট ৩২টি ইভেন্ট নিয়ে গত ৯ জানুয়ারী থেকে শুরু হয়েছে এই ক্রীড়া উৎসব। এই কার্নিভালে প্রায় ১৫ হাজার প্রতিযোগী অংশ নিচ্ছে। মোট প্রাইজ মানি ২৫ লক্ষ টাকা। ভগৎ সিং স্টেডিয়াম ছাড়াও শহরের অন্যান্য খেলার মাঠগুলিতেও ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ইভেন্টের খেলা চলছে।
Latest article
দুর্গাপুরে আইএনটিইউসির শ্রদ্ধা নিবেদন ডঃ বি আর আম্বেদকরকে
সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও শ্রদ্ধা জানানো হল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরকে। প্রতি বছর ৬ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীর...
দুর্গাপুর পুরসভার প্রশাসনিক বোর্ডে পরিবর্তন
ডেটলাইন দুর্গাপুর,১ নভেম্বরঃ দুর্গাপুর পুরসভায় শেষবার নির্বাচন হয় ২০১৭ সালে। সেই নির্বাচনে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছিল। তবে শেষ পর্যন্ত...
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...














