সগরভাঙা সচেতন কমিটির উদ্যোগে শিশুদের জন্য বিশেষ সহায়তা শিবির

0
633

ডেটলাইন দূর্গাপুরঃ সমাজ ও সামাজিক দায়বদ্ধতাএকে অপরের পরিপূরক। সব মানুষের মধ্যেই  কমবেশী এই দায়বদ্ধতা থাকে। তবে কোনো কোনো ব্যক্তি ও কিছু সংগঠনের মধ্যে সেই দায়বদ্ধতা এক বিশেষ মাত্রা পায় যেমন দেখা  গেল দুর্গাপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী উদয় চ্যাটার্জীর ক্ষেত্রে। এদিন ছিল উদয়বাবুর পুত্রের  জন্মদিন। এই বিশেষ দিনটিকে সামনে রেখে তিনি  সিদ্ধান্ত নেন যে এলাকার দুঃস্থ শিশুদের জন্য এ সহায়তা শিবির করবেন। তিনি নিজে এলাকার  অন্যতম সমাজসেবী সংস্থা সগরভাঙা সচেতন  কমিটির সভাপতি। তাই সেই সংস্থার সদস্যরাও এ  মহতি কাজে স্বতঃস্ফুর্তভাবে তাঁকে সহযোগিতা করতে এগিয়ে আসেন। ইতিমধ্যে এই সচেতন কমিটির সদস্যরা বিগত কোভিডকালে এলাকায়  দুঃস্থদের পাশে থেকে কাজ করেছেন।এমনকি, আমফান কবলিত এলাকার দুঃস্থদের জন্যও  ত্রানসামগ্রী পাঠিয়েছে। এদিন সগরভাঙা  ‘তাতিন’ প্রাজ্ঞনে  এক অনুষ্ঠানে ১৫০ জন শিশুর  হাতে তাদের প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়াও এদিন দূরবর্তী রক্ষিতপুর থেকে আগত  এক শারিরীক প্রতিবন্ধী ব্যক্তিকে একটি ট্রাই  সাইকেল প্রদান করা হয়। মহতি এই শিবিরে উদয়বাবুর সঙ্গে উপস্থিত ছিলেন অন্ডাল জিআরপির ওসি চিন্তাহরন  সিনহা, কোকওভেন থানার অ্যাসিস্ট্যান্ট সাবইন্সপেক্টর অসীম চক্রবর্ত্তী, হিউম্যান রাইটস এ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি শুভজি নিয়োগি, হিউম্যান রাইটস এ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সম্পাদক সৌরভ আইচ, দুর্গাপুর ভলান্টিয়ার ব্লাড ডোনার্স  ফোরামের  সহ সাধারন সম্পাদক রাজেশ  পালিত, বিশিষ্ট সাহিত্যিক অনিরুদ্ধ  রায়চৌধুরী, বিশিষ্ট ক্রীড়া প্রেমিক মুকুট নাহা সহ বিশিষ্ট অতিথিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here