ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী সোনালী বেন্দ্রে

0
983

ডেটলাইন মুম্বাইঃ এবার ক্যানসারে আক্রান্ত হলেন বলিউডের এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী সোনালী বেন্দ্রে। চিকিৎসার জন্য বর্তমানে তিনি নিউ ইয়র্কে রয়েছেন। সোনালী নিজেই এক ট্যুইট বার্তায় একথা জানিয়েছেন।

আজই ফেসবুকের পোস্টে সোনালী লিখেছেন, ‘যখনই তুমি খারাপ কিছু কম আশা করবে তখনই জীবন তোমাকে বাঁকা পথে নিয়ে যাবে। সম্প্রতি পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আমার চূড়ান্ত পর্যায়ে ক্যান্সার ধরা পড়েছে এবং সেটা শরীরে ছড়িয়ে পড়তে শুরু করেছে। যেটা আমি কখনওই আশা করিনি। একটা ব্যথা হচ্ছিল। সেটা পরীক্ষা করতেই ক্যান্সার ধরা পড়ে। আমার পরিবার ও বন্ধুরা আমার পাশে আছে। আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ।’ উল্লেখ্য,বেশকিছুদিন ধরেই জি টিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস বেস্ট ড্রামাবাজ’-এর বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছিল ৪৩ এর সোনালীকে। ঐ শোয়ে তাকে যথেষ্ঠ খুশি ও উজ্জ্বল দেখাচ্ছিল। কিন্তু গত সোমবার ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি শো’র বিচারকের ভূমিকা থেকে সরে দাঁড়ান। আর এর পরেই চিকিৎসা করাতে গিয়ে তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। বলিউডে বেশ কিছু সিনেমায় তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা পেয়েছে। এরমধ্যে রয়েছে ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘সরফরাস’, ‘কাল হো না হো’ প্রভৃতি। বলিউডের বহু অভিনেতা ও অভিনেত্রী সোনালীর দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here