ডেটলাইন দুর্গাপুরঃ উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাঁড়িভিট স্কুলে ছাত্র শিক্ষকদের বিক্ষোভে গুলি ও বোমা কারা ছুঁড়েছিল তা নিয়ে বিতর্কের মধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু করেছে শাসক বিরোধী দলগুলি। রণক্ষেত্র হয়ে ওঠা ইসলামপুরের ঘটনায় দুইছাত্রসহ তিনজনের মৃত্যুর ঘটনা নিয়ে আজ দুর্গাপুরে প্রতিবাদ মিছিল করল বাম ছাত্র ও যুব সংগঠনের সদস্যরা। জাংশন মল থেকে মিছিল করে তারা দুর্গাপুর পুরসভার কাছে পৌঁছে রাস্তা অবরোধ শুরু করে। প্রায় আধ ঘন্টা ধরে চলে অবরোধ। ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ অবরোধ তুলতে এলে তারা পুলিশের কাজে বাধা দেয়। অবরোধ করে জনস্বার্থ বিঘ্নিত করার দায়ে পুলিশ ৩৫ জন বাম ছাত্র যুবকে গ্রেপ্তার করে। ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য সিদ্ধার্থ বসু এই গ্রেফতারের প্রতিবাদ করার পাশাপাশি তিনি ইসলামপুরের ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি তুলেছেন।














