হাসিমুখে ফাঁসি পরা ক্ষুদে ক্ষুদিরামের প্রয়াণ দিবসে রক্তদান শিবির পানাগড়

0
829

ডেটলাইন দুর্গাপুরঃ ১৯০৮ সালের ১১ অগাস্ট ফাঁসি দেওয়া হয় ভারতের স্বাধীনতা সংগ্রামের কনিষ্ঠতম বিপ্লবীকে। নিজের ফাঁসির সাজা ঘোষণা শুনে শুধু হেসেছিলেন। আজ এই অগ্নিমানব, মহাবিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস। দেশের জন্য ক্ষুদিরামের এ আত্মদান বৃথা যায়নি। ক্ষুদিরামদের কারণেই ব্রিটিশ সাম্রাজ্যবাদ একদিন ভারতবর্ষ ছাড়তে বাধ্য হয়েছিল। ক্ষুদিরামদের বিনাশ নেই, ক্ষুদিরাম বেঁচে থাকবে হাজার হাজার বছর মানুষের হৃদয়ে। আজ পানাগড় বাজারে DYFI ও SFI কাঁকসা১ অঞ্চল কমিটি উদ্দোগে শহীদ ক্ষুদিরাম বসুর ১১২তম প্রয়াণ দিবস উলক্ষ্যে একটি রক্তদান শিবির ও কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। কাঁকসা, আমলাজোড়া ও গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিশেষ কৃতিত্বের সাথে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সাথে সংখ্যালঘু ও আদিবাসী পরিবারের কৃতি ছাত্র-ছাত্রী মিলিয়ে মোট ৩০ জনকে সম্বর্ধনা জানানো হয়।এই দিনে রক্তদান শিবিরে ৪ মহিলা সহ মোট ২৫ জন রক্তদান করেছেন। এই শিবিরে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক ইনচার্জ ডাঃ করবী কুন্ডু, FBDOI-WB এর রাজ্য সম্পাদক কবি ঘোষ, DYFI জেলা সম্পাদিকা অনামিকা সরকার,মহিলা নেত্রী দীপা মন্ডল, লেখক শিল্পী সংঘের সভাপতি আশীষ ভট্টাচার্য,গণতান্ত্রিক আন্দোলনের নেতা জনার্দন চ্যাটার্জি, আব্দুর রহিম, DYFI সংগঠনের পিন্টু সিং ও দেবু মন্ডল এবং SFI সংগঠনের শৌভিক দাস ও সুরজ পালসহ অনান্য ছাত্র -যুব নেতৃত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here